নয়াদিল্লি: দিল্লি ইউনিভার্সিটির রানি লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষ কিনা ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপছেন ! রাজধানীতে জারি হওয়া তাপপ্রবাহের (Viral Video) সতর্কতার মধ্যে পড়ুয়াদের স্বার্থে ক্লাসরুম ঠান্ডা করতে দেওয়ালে গোবর লেপতে (Delhi Heat Wave) দেখা গেল অধ্যক্ষকে আর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে রানি লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসল। তিনি নিজেই এই দেওয়ালে গোবর লেপার একটি ভিডিয়ো কলেজের আভ্যন্তরীণ শিক্ষক-অধ্যাপকদের গ্রুপে শেয়ার করেছিলেন। এখানে স্পষ্টই দেখা (Delhi Heat Wave) যাচ্ছিল যে একজন অধ্যক্ষ হয়েও ক্লাসরুমের দেয়ালে তিনি গোবর লেপে দিচ্ছেন যত্ন নিয়ে। ঘরের ভিতরের তাপমাত্রাকে কম রাখতে বহু প্রাচীনকাল থেকে ভারতে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে।

অধ্যক্ষ প্রত্যুষ বৎসল জানিয়েছেন যে এটি একটি চলতি প্রকল্পের অংশ ছিল যার বিষয় ছিল স্টাডি অফ হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্রাডিশনাল ইন্ডিয়ান নলেজ অর্থাৎ ভারতের প্রাচীন ঐতিহ্যের দৃষ্টিতে তাপপ্রবাহ নিয়ন্ত্রণের কৌশল। এই প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে সেই কলেজের বেশ কিছু অধ্যাপকও ছিলেন।

অধ্যক্ষ জানিয়েছেন যে এই কাজ এখনও চলছে। এক সপ্তাহ পরেই এই প্রকল্পের বিস্তারিত তথ্য (Delhi Heat Wave) জানানো যাবে। পোর্টা কেবিনে এই গবেষণা চলছে। তিনি জানান, 'এদের মধ্যে আমি নিজেই একটি ঘরের দেয়ালে গোবর লেপেছি। প্রাকৃতিক এই কাদায় হাত দিতে কোনও অসুবিধে নেই'। ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই অধ্যক্ষ একজন অধ্যাপকের সহায়তায় নিজে হাতে দেওয়ালে গোবর লেপে দিচ্ছেন। যে শিক্ষক-অধ্যাপকদের গ্রুপে তিনি এই ভিডিয়ো শেয়ার করেছিলেন, সেখান থেকেই পরে তা সমাজমাধ্যমে শেয়ার করা হয় এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সেই অধ্যক্ষ ভিডিয়ো শেয়ার করার সময়য় লিখে দিয়েছিলেন যে কলেজের সি ব্লকের ক্লাসরুমগুলিকে ঠান্ডা রাখার কাজ চলছে এভাবে, এই দেশীয় উপায়ে।

যারা খুব শীঘ্রই এই ঘরগুলিতে ক্লাস করতে আসবেন, এই ঘরকে তারা একটা নতুন চেহারায় দেখবেন। সমস্ত চেষ্টা করা হচ্ছে শুধু তাদের পঠন-শিখন প্রক্রিয়া যাতে সুস্থ-স্বাভাবিক এবং সহজতর হয়। ১৯৬৫ সালে স্থাপিত হয়েছিল এই রানি লক্ষ্মীবাঈ কলেজ, দিল্লির অশোক বিহারে অবস্থিত এটি যা দিল্লি সরকারের অধীনে পরিচালিত হয়। এই কলেজে ৫টি ব্লক রয়েছে, আর এদের মধ্যেই একটি ব্লকে চলছে এই প্রকল্প।