কেরালা: চিলে ছোঁ মেরে নিয়ে পালাল অ্যাডমিট কার্ড ! মাথায় হাত সরকারি চাকরির প্রার্থীর। অনেক সময় দেখা গিয়েছে মানুষের হাত (Kerala News) থেকে খাবারও নিয়ে পালিয়েছে চিল, কিন্তু এবার অ্যাডমিট কার্ড নিয়ে পালাল চিল। ওড়ার দক্ষতা, ছোঁ মেরে নিয়ে যাওয়ার জন্য চিলের নাম রয়েছেই। তবে এবার অবাক কাণ্ড করল একটি চিল। একটা সাধারণ সরকারি চাকরির পরীক্ষার (Viral Video) দিনকে রোমাঞ্চকর করে তুলল এক চিল। কেরালার কাসারগড়ে এক পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীর হাত থেকে অ্যাডমিট নিয়ে পালিয়ে যায় সেই চিল। তারপর কী হল ?


বৃহস্পতিবার সকালে কেরালার কাসারগড়ের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এই স্কুলেই কেরালার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য লাইন দিয়েছিলেন হাজারও পরীক্ষার্থী। এদের মধ্যে একজন ছাত্র শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার জন্য, মনে মনে ভাবছিলেন যে আজ হয়ত সবকিছু ঠিকঠাক হবে। সেই ছাত্রটি ভাবতেও পারেনি যে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে। সকাল সাড়ে সাতটার সময় পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে আগেই তাঁর হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে নেয় চিল। সমাজমাধ্যমে এই ভিডিয়োই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে সেই চিলটি (অনেকে বলছেন ইগল) পরীক্ষার্থীর হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে পরীক্ষাকেন্দ্রের একটি জানালার উপরে গিয়ে ধীরে ধীরে বসে পড়ে। নিচে যে ভিড় জমেছিল, তাড়াহুড়ো করছিলেন প্রার্থীরা, তার মধ্যেও একই জায়গায় বেশ কয়েক মিনিট স্থির হয়ে ছিল সেই চিলটি, পায়ে ধরা ছিল অ্যাডমিট কার্ড। এর কিছুক্ষণ পরেই একেবারে সকলকে চমকে দিয়ে চিলটি যে প্রার্থীর হাত থেকে অ্যাডমিট কার্ড নিয়েছিল, তার হাতেই ফেলে দেয় সেই অ্যাডমিট। সময়মত পরীক্ষাকেন্দ্রে ঢুকে যান সেই প্রার্থী।



ভিডিয়োটি সমাজমাধ্যমে তুমুল জনপ্রিয় হয়েছে। বহু নেটিজেন নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়োর কমেন্টে। একজন লিখেছেন, 'এই চিলটি হয়ত আগের জন্মে সেই ছেলেটির পরীক্ষার তত্ত্বাবধায়ক ছিল।' একজন লিখেছেন, 'ইগল স্যারের হয়ত পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল'। 


এর আগের মাসেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছিল একটি ইগল এক শিশুকে ছোঁ মেরে নিয়ে পালাতে। সেই ভিডিয়োতে অনেকেই আতঙ্কিত হয়েছিলেন, মাটি থেকে একটি শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটি ইগল। আশেপাশের লোকেরা ছুটে আসায় সেই যাত্রায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছিল।