Viral News: পাহাড়ের টানে আশির দোরগোড়ায় দাঁড়িয়েও মাউন্ট এভারেস্টের (Mount Everest) কোলে পৌঁছে গিয়েছেন এক দম্পতি। বাধ মানেনি বয়স। বরং মনের জোর সম্বল করে অসাধ্য সাধন করে দেখিয়েছেন এই স্বামী-স্ত্রী। আর পাঁচজনের কাছে যা একবাক্যে মনে হয়েছে অসম্ভব, সেই ভয়ঙ্কর সুন্দরের টানেই ছুটে গিয়েছেন এই দম্পতি। বৃদ্ধ দম্পতির ইচ্ছে ছিল একবার অন্তত সামনে থেকে মাউন্ট এভারেস্ট দেখবেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতের শৃঙ্গে পৌঁছনো তো আর মজার ব্যাপার নয়। বহু বছর সাধনার পর অনেকে এই সুযোগ পান। সফল হন। আর বয়স তো অবশ্যই বিরাট বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে এই দম্পতির ক্ষেত্রে তা হয়নি। পর্বতারোহণ অবশ্য করেননি তাঁরা। চপারে চড়েই পৌঁছেছেন মাউন্ট এভারেস্টের শৃঙ্গে। মহারাষ্ট্রের এই দম্পতির গল্প এখন ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
অ্যান্ডি থাপা নামের এই ইনস্টাগ্রাম ইউজার এই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম। গত ১৬ অক্টোবর এই ভিডিও শেয়ার করা হয়েছিল। তারপর থেকে ক্রমশ ভিউ, লাইক, কমেন্ট বাড়ছে এই ভিডিওর। ক্রমাগত সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ব্যাপক হারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, চপারে করে বৃদ্ধ এবং বৃদ্ধাকে পৌঁছে দেওয়া হয়েছে একটু চূড়ায়। সামনেই শ্বেত শুভ্র মাউন্ট এভারেস্ট। হাতে লাঠি নিয়ে স্ত্রী'র হাতে ভর করে এক পা দু'পা ফেলে এগিয়ে গিয়েছেন বৃদ্ধ। দম্পতির মুখের হাসিই বলে দিচ্ছে যে জীবনের একটা বড় পাওনা পেয়ে গিয়েছেন তাঁরা। নেটিজেনরা মুগ্ধ হয়েছেন এই ভাইরাল ভিডিও দেখে। ওই বৃদ্ধ দম্পতির মনের জোর, উৎসাহ, সাহস এবং উদ্দীপনা দেখে মুগ্ধ সকলেই। ক্রমশ ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিওর। বাড়ছে লাই, কমেন্টের সংখ্যাও।
আরও পড়ুন- চার পা নিয়ে জন্মাল খুদে! মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনায় সাড়া