Viral Video: প্রবল বর্ষণ (Heavy Rain) বিহারের বেশ কিছু জেলায়। জলের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা নদী। তার মাঝেই নজরে এসেছে এক দৃশ্য। একটি হাতি ও তার মাহুত নদীতে ওই প্রচুর জলের মধ্যে দিয়েই সাঁতরে পার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)। সেখানে দেখা গিয়েছে, পিঠে মাহুতকে নিয়ে সাঁতরে নদী পার হচ্ছে হাতিটি। জলের তোড়ে ধাক্কায় বারবার টাল সামলাচ্ছে সে। কিন্তু পড়ে যায়নি হাতিটি। ভিডিও দেখে মনে হবে যেন নিরাপদে মাহুত সঙ্গীকে নদী পার করে দেওয়ার গুরু দায়িত্ব নিয়েছে সে। বিহারের বৈশালীতে রাঘোপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নদীতে আচমকা জল বেড়ে যাওয়ায় বিপদে পড়েছিলেন ওই মাহুত ও তাঁর হাতি। 


 






ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গঙ্গা নদীতে জলের স্রোত মারাত্মক। সেই তীব্র স্রোতের মাঝখান দিয়েই মাহুতকে পিঠে নিয়ে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করছিল হাতিটি। প্রায় পুরোটাই জলে ডুবে গিয়েছিল সে। মাথার উপরের একটু অংশ দেখা যাচ্ছিল। কিন্তু এই মারাত্মক স্রোতের মধ্যেও হাল ছাড়েনি হাতিটি। এক একসময় দেখে মনে হচ্ছিল হাতিটি বোধহয় মাহুত সমেত ডুবেই যাবে। কিন্তু শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। শেষরক্ষা হয়েছে। তীব্র জলস্রোতের মধ্যে দিয়ে বেসামাল হয়ে এগোতে এগোতে অবশেষে নদীর একটি কিনারে মাহুতকে নিয়ে পৌঁছোতে পেরেছিল হাতিটি। সেখানে দেখা গিয়েছিল নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন লোকজন।  


স্থানীয়রা জানিয়েছেন যে, ওই হাতিটি পিঠে মাহুতকে নিয়ে প্রায় এক কিলোমিটার সাঁতরে গিয়েছে। রুস্তমপুর ঘাট থেকে পাটনা কেথুকি ঘাটের মধ্যে ঘটেছে এই ঘটনা। শোনা যাচ্ছে, যখন মাহুত ও হাতি গঙ্গায় নেমেছিল তখন জলের মাত্রা এতটা ছিল না। তবে বৃষ্টির কারনে ক্রমশ বাড়তে শুরু করে জলের মাত্রা। তবে এ যাত্রায় যে মাহুত এবং হাতিটি জলের তোড়ে ভেসে যাননি, সুরক্ষিত রয়েছে সেটাই সুখবর। 


আরও পড়ুন- নম্বর প্লেটে 'পাপা' ! যায় কি এমন লেখা