মুম্বই: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, মুম্বই, থানে, নবি মুম্বই, পানভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। আগামী পাঁচদিন, অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত মুম্বইয়ে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।                                                     


টানা বৃষ্টিতে জল থইথই অবস্থা রাস্তা থেকে রেল লাইন।  ভারী বৃষ্টিতে বানভাসি বাণিজ্যনগরী। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জলমগ্ন মুম্বইয়ের একাধিক জায়াগার ছবি। এর সঙ্গে সঙ্গে রেললাইনেও জমা জলের ছবি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে রেললাইনের একাংশ জলের তলায়। পাম্প চালিয়েও লাইন থেকে জল পুরোপুরি নামানো যায়নি। ফলে থমকে গিয়েছে মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেন চলাচল। সেই জমা জলেই খেলে বেড়াচ্ছে মাছেরা। 


এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওতে অনেকেই 'রেললাইন না কি পুকুর', 'রেললাইন এখন অ্যাকোয়ারিয়াম হয়ে গিয়েছে', ইত্যাদি কমেন্ট করেছেন। 






আরও পড়ুন, রাতের আকাশে এবার এক বিস্ময় দৃশ্য, 'নতুন তারা' তৈরির সাক্ষী থাকবে বিশ্ব!


বৃহন্মুম্বই পুরসভার তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়বে। জল জমার সম্ভাবনা থাকছেই। আজকেও বাতিল বহু ট্রেন। সমস্ত ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলাচল করছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একটানা বৃষ্টির জেরে ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, কিং সার্কেল এলাকা, দাদর, বিদ্যাবিহারে রেললাইনে জল জমেছে। 


এদিকে, বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, এদিন ৫০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়াও প্রায় ৮০টি বিমান দেরিতে ওঠানামা করছে।                                     


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে