নয়া দিল্লি: অত্যাধিক বৃষ্টিতে জলমগ্ন থাইল্যান্ড। বন্যার জেরে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, মৃত্যু হয়েছে একাধিকের। স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা গিয়েছে, বুক পর্যন্ত গভীর ঘোলা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে বাসিন্দারা। বন্যার রাস্তায় গাড়ি ডুবে আছে। এরই মধ্যে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য! 


সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তা জুড়ে বিশালাকার পাইথন। এই পাইথনটির আরেকটি নাম- রেটিকুলেটেড পাইথন। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দীর্ঘতম সাপের প্রজাতির একটি। ৩০ ফুটেরও বেশি লম্বা হয় এই সাপ। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ, মায়ানমারের বেশ কিছু এলাকায় এটিকে দেখতে পাওয়া যায়। 


ভাইরাল ভিডিওতে দেখা যায়, জলের মধ্যে ডুব দিচ্ছে ওই বিশালাকার সাপটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে ওই সাপটি গিলে ফেলে একটি কুকুরকে। ফলে পেট ফুলে রাস্তায় জলের মধ্যে শুয়ে থাকতে হয় ওই প্রাণীটিকে। 






আরও পড়ুন, ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল


ইতিমধ্যেই প্রায় ১১.৭ মিলিয়নের বেশি ভিউজ হয়েছে এই ভিডিওটিতে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                                                                                                                                     


এদিকে এই ভিডিও দেখার পরই নেটিজেনদের মধ্যে নানারকম মন্তব্য করতে দেখা যায়। অনেকেই বলেছে এরকম সাপ থাইল্যান্ড ও ব্যাংকক জুড়ে থাজায় তাঁরা তাঁদের ভ্রমণ তালিকা থেকে ওই দুই জনপ্রিয় জায়গা বাদ রাখছেন। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে