উত্তরপ্রদেশ: চারিদিকে বিয়ের মরসুম। এরই মধ্যে নানা দিকে বিয়ের নানা ভিডিও সামনে আসছে। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক বর বিয়ে করতে যাওয়ার আগে এমন এক ঘটনার সাক্ষী হলেন এবং কাণ্ড ঘটালেন যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
রীতি মেনে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন। গলায় টাকার মালা। এদিকে পাশ দিয়ে যাচ্ছিল একটি মালবাহী গাড়ি। বরের গলায় ওই টাকার মালা দেখে লোভ সামলাতে পারেননি। হ্যাঁচকা টানে ওই মালা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেন গাড়ির চালক। হঠাৎ এই ঘটনায় প্রথমে সকলেই হতচকিত হয়ে যান সকলেই।
তবে কম যান না বর। তার টাকার বরমাল্য হাতিয়ে নেওয়ার চেষ্টা? বিয়ে তখন ভুলে গিয়েছেন তিনি। একবারে ফিল্মি কায়দায় ঘোড়া থেকে নেমে পাশের এক বাইকে উঠে পড়েন তিনি। ধাওয়া করে ওই মালবাহী গাড়িটিকে। এরপর গাড়িটির নাগাল পেতেই উঠে পড়েন সেখানে। গাড়ির জানলা দিয়ে ঢুকে পড়েন স্টান্ট ম্যানের কায়দায়।
এরপর অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করেন পাত্র। সঙ্গে ছিলেন বর যাত্রীদের মধ্যে কয়েকজনও। চালক হাতে পায়ে ধরলেও মার বন্ধ হয়নি। চালক পরে দাবি করেন, তিনি ইচ্ছাকৃত ওই মালা চুরি করেননি। 'ভুল' বশত একাজ করেছে ফেলেছেন।
তবে এই মর্মে এখনও স্থানীয় পুলিশ স্টেশনে কোনও অভিযোগ দায়ের হয়নি।
এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে