নয়ডা: মনে করুন আপনি কোনো সরকারি চাকরি করেন, রোজই অফিসে যান, কাজ করেন। কিন্তু সেই অফিসেই কাজের ভুলের জন্য যদি আপনাকে স্কুলের নিয়মে দাঁড় করিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং শাস্তি দেওয়া হয়, কেমন লাগবে আপনার ? এমনই ঘটনা ঘটেছে নয়ডার এক রাষ্ট্রায়ত্ত সংস্থার (Viral Video) অফিসে। এক প্রবীণ দম্পতিকে (Noida Office) কাজের জন্য বারবার ঘোরানো, অহেতুক হয়রানি ও অপেক্ষা করানোর জন্য সংস্থার আইএএস আধিকারিক কর্মীদের এভাবেই অদ্ভুত সাজা দিলেন। আর সেই ভিডিয়োই মুহূর্তের মধ্যে ভাইরাল হল নেট দুনিয়ায়।


এই সংস্থার অফিসের একটি সিসিটিভি ভিডিয়ো ফুটেজই ভাইরাল হল সমাজমাধ্যমে। বৃদ্ধ এক দম্পতির অভিযোগ পেয়ে সংস্থার আইএএস আধিকারিক অফিসে এসে সমস্ত কর্মীকে টানা ২০ মিনিট দাঁড় করিয়ে রাখেন।


প্রবীণ গ্রাহককে অপেক্ষা করিয়ে রেখেছিলেন কর্মীরা


একটি ভিডিয়োতে দেখা যায় প্রায় ১৬ জন কর্মীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তারা সকলেই এক প্রবীণ দম্পতিকে অনেকক্ষণ ধরে কাজের জন্য অপেক্ষা করিয়েছিলেন, দাঁড় করিয়ে রেখেছিলেন। নয়ডার রেসিডেনশিয়াল প্লট বিভাগেই ঘটেছে এই ঘটনা। এখানেই এক আইএএস আধিকারিককে অভিযোগ করা হয় যে প্রবীণ দম্পতির কাজ কোনোভাবেই হচ্ছে না, প্রবীণ দম্পতিকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সোমবার আধিকারিক ড. লোকেশ এম লক্ষ্য করেন যে সংস্থার কর্মীরা এক প্রবীণ দম্পতিকে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড় করিয়ে রেখেছেন। আর তাই তিনি কর্মীদের ২০ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি দেন। যাতে তারা সেই প্রবীণ দম্পতিকে অপেক্ষা করানোর অর্থ বুঝতে পারেন।



স্কুলের শিশুদের মত শাস্তি


নয়ডার এই অফিসের আধিকারিক ড. লোকেশ এম অফিসে এসে যখন দেখেন যে এক প্রবীণ দম্পতিকে কর্মীরা অনেকক্ষণ ধরে অহেতুক অপেক্ষা করিয়েছেন, দাঁড় করিয়ে রেখেছেন, সেই সময় কর্মীদের শাস্তি দেন তিনি। এক মহিলা কর্মীকে সেই প্রবীণ দম্পতির সঙ্গে কথা বলতে বলা হয়। সংবাদমাধ্যমকে আধিকারিক জানিয়েছেন যে তিনি সিসিটিভি ফুটেজে দেখেছেন যে কোন কর্মী মূলত সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে আসা সেই প্রবীণ দম্পতিকে অপেক্ষা করাচ্ছিলেন। এক ঘণ্টার মধ্যেও তাদের কাজ মেটাতে পারেননি সেই কর্মী। আর সেই জন্য সমস্ত বিষয় গ্রাহকদের থেকে শুনে সেই কর্মীদের ২০ মিনিট দাঁড়িয়ে থাকার সাজা ঘোষণা করেন সেই আধিকারিক।


নেটিজেনরা বিদ্রুপ করেছে কর্মীদের


সেই প্রবীণের সমস্যা বুঝেও তাঁর কথা না শোনা, তাঁকে অপেক্ষা করানোর জন্য আধিকারিকদের কাছে যেমন কর্মীরা সাজা পেয়েছেন, ঠিক তেমনি এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও বিদ্রুপ করেছেন দারুণভাবে। স্কুলের বাচ্চাদের যেমন কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় শাস্তি হিসেবে একইভাবে কর্মীদেরও ২০ মিনিট দাঁড়িয়ে থাকার সাজা দেন আধিকারিক। অনেকে এই ভিডিয়োতে কমেন্ট করেন যে এই ধরনের আধিকারিকদের ভয়েই বেশিরভাগ কাজ সময়ে হয়ে যায় মানুষের। এই সমস্ত লোকেরা বসে বসে বেতন নেওয়ার চিন্তায় থাকে। আবার অনেকে লেখেন, এই ধরনের মানুষদের জন্য এই সাজা খুবই কম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Brown Snowfall : কনকনে ঠান্ডা, খয়েরি তুষারে ভরে গেল শহর, সামনে এল ভয়ঙ্কর কারণ