মুম্বই: বর্ষার বৃষ্টিতে চতুর্দিক ভেসেছে। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন মহারাষ্ট্রের চিপলান ও রত্নগিরির বিভিন্ন জায়গা। অবিরাম বৃষ্টির সাক্ষী হয়েছেন অনেকেই।  কিন্তু তাই বলে ব্যস্ত সড়কে কুমিরের দেখা! আশ্চর্য হলেও এমন ঘটনাই ঘটেছে।    


সাধারণত কুমিরের বসবাস নদী, খাল কিংবা জলধারায় কিন্তু সেই কুমির যখন যানজটের রাস্তায় উঠে আসে তখন চমকে যাওয়ারই কথা। ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরির রাস্তায় হেঁটে যাচ্ছে একটি কুমির। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


গত কয়েকদিন ধরে অঝোরে বৃষ্টি ঝরছে দেশটির মহারাষ্ট্রে রাজ্যের চিপলান ও রত্নগিরির বিভিন্ন জায়গায়। আর এতেই জনবহুল রাস্তায় উঠে এসেছে ৮ ফুট লম্বা কুমির! প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে।


ভিডিওটি দেখতে ক্লিক করুন-


https://youtube.com/shorts/XndhoJpjOdE?si=FjfK1S1oeNxPuanZ


আরও পড়ুন, জ্যোতিষশাস্ত্রে ৫ জুলাইতে আশ্চর্য যোগ গঠন! দেবতাদের আশীর্বাদে অর্থপ্রাপ্তি, মিটবে সমস্যা


ভিডিও-তে দেখা যায়, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তা কিছুটা অন্ধকার হওয়ায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে। এমন সময় একটি বড় কুমির গাড়ির সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর গাড়িগুলোও তাকে সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।


রাস্তায় কুমির উঠার দৃশ্যটি মুঠোফোনে ভিডিও করেছেন গাড়িতে বসে থাকা এক যাত্রী। পরে সেটা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, চিপলুনের রাস্তায় ধীরগতিতে পার হচ্ছে কুমির।






চিপলুনে পাশেই রয়েছে শিব নদী। মনে করা হচ্ছে, টানা বৃষ্টিতে নদী থেকে বেরিয়ে এসেছে ওই কুমির। শিব নদীকে কুমিরের আবাস বলেই চেনা হয় ওই অঞ্চলে।                                                                                                    



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে