নয়া দিল্লি: রবিবারের রাত। জমজমাট অস্কার (Oscar Award) মঞ্চ। ফ্ল্যাশলাইটের আলোয় ঝলমলে রেড কার্পেট (Red Carpet)। তারকাদের মহাসমাবেশের মাঝেই ঘটে গেল এক বিপত্তি। সামনে তখন দাঁড়িয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী লেডি গাগা (Lady Gaga)। সেই সময়ই ছবি তুলতে গিয়ে একেবারে হুড়মুড়িয়ে পড়ে গেলেন এক চিত্রগ্রাহক (Photographer)। 


সে এক দৃশ্যই বটে৷ আচমকা এমন ঘটনায় প্রথমে হকচকিয়েও যান পপ গায়িকা। পরে অবশ্য তিনিই এগিয়ে আসেন। রেড কার্পেট থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেন ফটোগ্রাফারকে। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশ নিতে ডলবি থিয়েটারে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লেডি গাগা, পরে এসেছিলেন কালোরঙা সি-থ্রু গাউন । সেই সময় তিনি দেখেন যে তাঁর ছবি তোলার সময় এক চিত্রগ্রাহক ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান।                                                                                                                                     


সেই ভিডিও ক্লিপটিই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পপ সঙ্গীতশিল্পীর ছবি তোলার আগেই পড়ে যান ওই চিত্রগ্রাহক। তবে সৌজন্যও দেখিয়েছেন গায়িকা। নিজেই সামনে এসে সাহায্যর হাত বাড়িয়ে দেন তিনি। ফটোগ্রাফার উঠে দাঁড়াতেই তাঁকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না!


আরও পড়ুন, অস্কারে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'


 






অস্কারের অনুষ্ঠানে লেডি গাগার এই সৌজন্যে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে সোশাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন এই গায়িকাকে। অনেকেই পপ তারকাকে 'Queen' আখ্যা দিয়েছেন। ট্যুইটারে এক নেটিজেন বলেছেন, এত বড় একজন তারকা হয়েও কত দয়ালু এবং সাহায্যকারী মানুষ লেডি গাগা। সত্যিই শেখার মতো। 


 






আরেক নেটিজেন তো বলেই ফেললেন, লেডি গাগা হলেন আমাদের জেনারেশনের স্বয়ং মাদার টেরেসা। অত্যন্ত ভালমানুষ, ব্যবহারও অত্যন্ত ভাল।