Viral Video: বন্যপ্রাণীদের শিকার করার মুহূর্ত চাক্ষুষ করতে পারা সত্যিই খুব রোমাঞ্চকর ঘটনা। তবে সম্প্রতি এমন একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। কার্যত নেট দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে একটি চিতাবাঘের শিকার ধরার মুহূর্ত। একটি ছোট্ট বাঁদর শাবককে শিকার করেছে ওই চিতাবাঘটি। সেই ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে নেট দুনিয়ায়। চিতাবাঘের মতো ধূর্ত প্রাণী যে আর হয় না সে ব্যাপারে সবসময়েই সতর্ক করে থাকেন প্রাণী বিশারদরা। শিকার ধরার ক্ষেত্রেও মারাত্মক ক্ষিপ্র হয় এই চিতাবাঘরা। যেমন তাদের গতি, তেমনই তীক্ষ্ণ নজর। একবার নিশানা বানিয়ে নিলে চিতাবাঘের গ্রাস থেকে শিকার পালিয়ে বাঁচবে, সচরাচর এমন ঘটনা দেখা যায় না। ভাইরাল হওয়া সোশ্যাল ভিডিওতেও সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গিয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের পান্না টাগার রিজার্ভের। ওই টাইগার রিজার্ভের ট্যুইটার হ্যান্ডেল থেকেই এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, উঁচু একটি গাছের ডালে বসেছিল একটি চিতাবাঘ। সেখান থেকে পাশের গাছে লাগ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সে। তারপর এক থাবার তুলে নিয়েছিল নিশানা করে রাখা বাঁদর শাবকটিকে। যে মুহূর্তে এক গাছের ডাল থেকে অন্য গাছে চিতাবাঘটি ঝাঁপ দিয়ে গিয়েছে, সেই মুহূর্ত সত্যিই আঁতকে ওঠারই মতো।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাঁদর শাবকটিকে মুখে কামড়ে ধরার পরে ছিটকে নীচে পড়ে গিয়েছে চিতাবাঘটি। কিন্তু তাতে সে বিন্দুমাত্রও চোট পেয়েছে বলে মনে হয়নি। কারণ দেখা গিয়েছে পড়ে যাওয়ার পরেও দিব্যি সোজা হয়ে বসে পড়েছে সে। আর তাতেই বোঝা যাচ্ছে যে গুরুতর কিছু চোট সে পায়নি। এই ভয়ঙ্কর ভিডিও শেয়ার করে পান্না টাইগার রিজার্ভের তরফেও জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া সত্যিই বিরল। গত ২৮ জুন শেয়ার করা হয়েছিল এই ভিডিয়ো। তারপর থেকে ক্রমশই এই ভিডিওর লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই ৫০০০ এর বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। নেটিজেনদের প্রায় সকলেই বলেছেন এই ভিডিও দেখে তাঁরা আঁতকে উঠেছেন।
আরও পড়ুন- চোখের পলকে হাতে আসবে ট্রেনের টিকিট! সুপারফাস্ট রেলকর্মীকে কুর্নিশ নেটিজেনদের