Viral Video: শিকার ধরার ব্যাপারে চিতাবাঘ (Leopard) যে সাংঘাতিক ক্ষিপ্র একথা প্রায় সকলেরই জানা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি চিতাবাঘের শিকার ধরার যে গতি, ক্ষিপ্রতা এবং কায়দা ভাইরাল হয়েছে, সেই ভিডিও (Viral Video) দেখে রীতিমতো আঁতকে উঠেছে নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক গাছ থেকে আর একটি গাছে লাফিয়ে এক বাঁদরের সঙ্গে পাল্লা দিয়েছে একটি চিতাবাঘ। আর শেষ পর্যন্ত ওই বাঁদরটিকে শিকার করে চিতাবাঘটি। প্রাণ ভয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করলেও শেষ রক্ষা হয়নি। চিতাবাঘের গ্রাস থেকে পালাতে পারেনি বাঁদরটি। কয়েক মুহূর্তেই ধরাশায়ী হয়েছে সে। ট্যুইটারে ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 


দেখে নিন চিতাবাঘের শিকার ধরার মুহূর্তের ভিডিও


 



 


কিছুদিন আগেও চিতাবাঘের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে অবশ্য দেখা গিয়েছিল একটি তুষার চিতাকে। পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। তবে এই তুষার চিতা সেই অসাধ্য সাধনই করে দেখিয়েছে। বিগ ক্যাট ফ্যামিলি- র অন্যতম আকর্ষণীয় প্রজাতি হল তুষার চিতা। দেখতেও যেমন রাজকীয় তেমনই তীব্র এদের গতি। ধুরন্ধর শিকারি বললেও কম বলা হয়। এমনিতে তুষার চিতাদের সেভাবে দেখা যায় না। তবে যখনই তুষার চিতার কোনও ভিডিও ভাইরাল হয়, সেখানে যে সাংঘাতিক কিছু দেখা যাবে তা নিশ্চিত। সম্প্রতি ট্যুইটারে তুষার চিতার শিকারকে ধরাশায়ী করার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখের পলক পড়ছে না নেটিজেনদের। সকলেই একবাক্যে স্বীকার করেছেন সত্যিই এই দৃশ্য অবিশ্বাস্য। চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না। ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও রি-শেয়ার করেছিলেন ট্যুইটারে। তুষার চিতার ক্ষিপ্রতা দেখে হতবাক নেটিজেনরা। শিকারকে বাগে আনার জন্য তুষার চিতারা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড়ের উঁচু থেকে নেমে আসার সময় তীব্র গতিতে একবার একটি খাঁজে বেশ জোড়ে ধাক্কা খেয়েছে তুষার চিতাটি। প্রবল বেগে ছুটছিল সামনের প্রাণীটিও। কিন্তু শেষরক্ষা হয়নি। ঠিক শিকারকে ধরাশায়ী করে ফেলেছে ওই তুষার চিতাটি।


দেখে নিন এই ভাইরাল ভিডিও


 



 


আরও পড়ুন- শিঙ্গারায় ঢ্যাঁড়শের পুর! আজব খাবারের ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া