উত্তরপ্রদেশ: ৩ নদীর সঙ্গম। আর সেখানেই মিলে গেল ৩ কোটি মানুষের গন্তব্য। অমৃত স্নান থেকে মৌনী অমাবস্যায়- শাহি স্নান সেরেছেন পুণ্যার্থীরা। যদিও মহাকুম্ভে ঘটেছে ভয়ঙ্কর বিপর্যয়। মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। নিখোঁজ বহু!

তবে এই ঘটনার আগেই অবশ্য লক্ষ্মীলাভ হয়েছে এক যুবকের। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে ওই যুবককে বলতে শোনা গিয়েছে শুধু নিমের দাঁতন বেচে প্রায় ৪০ হাজার টাকা উপার্জন করেছে সে। প্রয়াগরাজে কোটি ভক্তদের ভিড়ে তার কাজ ছিল শুধু নিমের দাঁতন বিক্রি করা। তবে ওই ভিডিওতে তিনি এও স্বীকার করে নিয়েছেন যে এই বুদ্ধি তাঁর নয়, বরং তাঁর প্রেমিকার। 

তাঁর প্রেমিকাই তাঁকে বুদ্ধি দিয়েছিল যে সাধুরা এই নিমের দাঁতন খুব ব্যবহার করে। ব্যবসার ক্ষেত্রে যে বিনিয়োগ করতে হয়, এক্ষেত্রে তাঁকে সেটিও করতে হবে না। কারণ বাড়িতেই নিম গাছ আছে। সেই গাছ থেকে দাঁতন বানিয়ে নিয়ে বিক্রি করলেই ভাল টাকা উপার্জন হতে পারে। 

ব্যস যেমন ভাবা তেমন কাজ। প্রেমিকার বুদ্ধিকে কাজে লাগিয়েই প্রয়াগরাজে হাজির হন ওই যুবক। এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের চোখে পড়েন তিনি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

ওই ভিডিওতেই যুবা বলেন, 'পাঁচ দিনেই ৪০ হাজার টাকা উপার্জন করেছি। আমার প্রেমিকা বুদ্ধি দিয়েছিল অন্য কোনও ব্যবসা করতে হলে টাকা বিনিয়োগ করতে হত। সে টাকা আমার কাছে নেই। অতএব সাধুরা যা ব্যবহার করে সেই দাঁতন যদি বিক্রি করতে পারি তাহলে বিনিয়োগও করতে হবে না আবার আয়ও হবে।'  

ইতিমধ্যেই ৮ মিলিয়ন ভিউজ হয়েছে এই ভিডিওটির। অনেকেই বলেছেন অত্যন্ত সৎ ছেলে। কীভাবে কী করেছে তা স্পষ্ট করে জানিয়েছে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে