নয়া দিল্লি: সাহসী বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি ভাইরাল ভিডিও (Viral Video) ইন্টারনেটে (Internet) ঝড় তুলেছে, যা সাহস এবং দক্ষতার একটি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে। যেখানে দেখা যাচ্ছে খালি হাতে সফলভাবে একটি বিশাল অ্যানাকোন্ডা (Anaconda) ধরছেন এক ব্যক্তি। বিশাল সাপের (Snake) সঙ্গে এই সাক্ষাৎ দেখে বিশ্বব্যাপী দর্শকরা অবাক হয়েছেন। লোকটির সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে।                                                                      


মায়ামি, ফ্লোরিডার চিড়িয়াখানার রক্ষক মাইক হোলস্টনের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও, যিনি নিজেকে দ্য রিয়েল টারজান এবং দ্য কিং অফ দ্য জঙ্গল হিসাবে উল্লেখ করেছেন তার এমন কীর্তিকে হতবাক অনেকেই। মিস্টার হোলস্টনকে নির্ভীকভাবে বিশালাকার সাপের মুখোমুখি হতে দেখা যাচ্ছে। তিনি প্রায়শই বন্যপ্রাণীদের সঙ্গে তার এমন ভিডিও শেয়ার করে থাকেন। 


ভিডিওটিতে দেখা যাচ্ছে মিস্টার হোলস্টন সতর্কতার সঙ্গে বিশাল অ্যানাকোন্ডার কাছে যান। এরপর নির্ভীক কায়দায় দ্রুত সাপটিকে ধরে ফেলে। কোনও ভয় ছাড়াই জল থেকে একটি বিশাল অ্যানাকোন্ডাকে বের করে আনেন। প্রথমে অ্যানাকোন্ডার লেজ ধরে এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে জল কম ছিল। এরপর এক ঝটকায় সাপের মুখ ধরে ফেলে।               






আরও পড়ুন, বিশ্বকাপে অজিদের কাছে হার রোহিত-ব্রিগেডের, ভারতের পরাজয়ে কেঁদে ভাসাল খুদে অনুরাগী


এদিকে সাপটিও নিজেকে বাঁচাতে গোল করে ঘুরে তার হাত ধরে। তারপরে মিস্টার হোলস্টন তার হাতটি ছাড়ানোর চেষ্টা করেন। কোনও মতে এক হাত দিয়ে অ্যানাকোন্ডার মুখ চেপে ধরে আর এক হাত ছাড়িয়ে নেন। তারপরে যখন সাপটি শান্ত হয়ে যায়, দু’হাত দিয়ে তার মুখ ধরে চুমু খেয়ে নেন।         


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y