নয়া দিল্লি: ব্যস্ত রাস্তা। সেই হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে যাত্রা করে চলেছেন সকলেই। কিন্তু সেই রাস্তাই যেন হয়ে উঠল মরণফাঁদ।  হঠাৎই তৈরি হল বিশাল রাক্ষুসে এক গর্ত। যা কেড়ে নিল প্রাণ। দক্ষিণ কোরিয়ার সিওলের রাস্তায় হঠাৎ করে একটি বিশাল গর্ত তৈরি হয়। এর জেরে মৃত্যু হয় এক বাইক আরোহীর।                                                     

সেই ঘটনাটি ধরা পড়েছে এক ব্যক্তির সোশাল মিডিয়া পোস্টে। সেই ভিডিওতে দেখা যায় তার গাড়ির সামনে চলা এক বাইক এবং এক গাড়ি ওই আচমকা তৈরি হওয়া গর্তের মধ্যে পড়ে যায়। গাড়িটি বেরিয়ে গেলেও বাইকটি মুখ থুবড়ে পড়ে গর্তের মধ্যে। মুহূর্তেই যেন পাতালপ্রবেশ।                                    

অন্য একটি গাড়ির ড্যাশক্যাম ভিডিওতে দেখা যাচ্ছে যে মোটরসাইকেল আরোহী হঠাৎ করেই গর্তে পড়ে যান। তার ঠিক সামনে থাকা একটি গাড়ি লাফিয়ে পড়ে এবং অল্পের জন্য গর্তে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। বিবিসি জানিয়েছে, ২৪ মার্চ গ্যাংডং জেলায় এই ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

কোরিয়া টাইমস জানিয়েছে যে ঘটনার পরপরই একটি অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছিল। রাতভর অনুসন্ধানের সময়, কর্তৃপক্ষ একটি মোবাইল ফোন খুঁজে পায় এবং প্রায় দুই ঘন্টা পরে, তারা ওই রাক্ষুসে গর্ত থেকে প্রায় ৩০ মিটার দূরে মোটরসাইকেলটি খুঁজে পায়।

ভিডিওটি শেয়ার করে, এক এক্স ইউজার কলিন রাগ লিখেছেন, "প্রথম উদ্ধারকারীদের তাকে খুঁজে পেতে ১৮ ঘন্টা ধরে জল পাম্প করতে এবং মাটি খুঁড়তে হয়েছে বলে জানা গেছে।" ভিডিওটি তিন মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।