কলকাতা: সাপ দেখলে ভয় লাগে না, এমন মানুষের সংখ্যাই বেশি। কেউ মারাত্মক ভয় পান, কেউ আবার সাপ দেখে ভয় পেতেই ভাল বোধ করেন। কিন্তু সাপকে ভালবেসে আদর করার দুঃসাহস খুব কম মানুষেরই মনে হয়। কিন্তু তাই বলে সাপকে চুমু? 


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, নিক নামের এক যুবক প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরার মাথায় চুমু খাচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। ইনস্টাগ্রামের পেজে একজন এই ভিডিও শেয়ার করেছেন। 


ওই ভিডিওতে একটি ক্যাপশনে বলা হয়েছে, 'আপনি কি পারবেন একটি ১২ ফুটের কিং কোবরার মাথায়?'           






নিকের অত্যন্ত বিপজ্জনক সাপটিকে ধরে রাখার ক্ষমতা ইন্টারনেটে প্রচুর প্রশংসা অর্জন করেছে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক কাজ একথাও বলেছেন সকলে।                                                                                            


নিক বিশপ একজন স্ব-ঘোষিত প্রাণী হ্যান্ডলার। ইনস্টাগ্রামে বিপজ্জনক প্রাণীদের নিয়ে নানারকম কার্যকলাপের একাধিক ভিডিও পোস্ট করেই থাকেন তিনি। সাপ এবং অন্যান্য সরীসৃপদের সঙ্গে একাধিক ভিডিও প্রকাশ করেছেন এর আগেও। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যাও বিশাল।                                            


সান দিয়েগো চিড়িয়াখানা ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের মতে , কোবরা হল বিষধর সাপ। বিষদাঁত বসিয়েই শিকার করে থাকে এরা। এতটাই জোরালো হয় নিউরোটক্সিন যা শ্বাসপ্রশ্বাস এবং হৃদস্পন্দন বন্ধ করে দেয়। তবে মানব হুমকি না পেলে এরা কখনই কাউকে আক্রমণ করে না, ছোবলও মারে না।