নয়া দিল্লি: পোশাকের সঙ্গে লিঙ্গের কোনও যোগসাজশ নেই, তা ফ্যাশন ডিজাইনাররা অনেক আগেই বলেছেন। তবে এখনও সমাজের দৃষ্টিভঙ্গি অবশ্য বদলায়নি বিন্দুমাত্র। এখনও কোনও পুরুষ শাড়ি পরে রাস্তায় বেরলে দৃষ্টি সকলের সেদিকেই যায়। এবার তেমনই এক ঘটনা ভাইরাল হল সোশাল মিডিয়ায়। 


অনলাইনে পোস্ট করা ভিডিওতে, দুই ব্যক্তিকে ডেনিম স্কার্টে দিল্লি মেট্রো স্টেশনে আরামে হাঁটতে দেখা গেছে। মেট্রোতে হাঁটতে শুট করা হয়েছিল যখন অনেকেই তাদের দিকে তাকিয়ে ছিল। মেট্রো ট্রেনে স্কার্ট পরা দু'জন লোককে দেখে মানুষের অভিব্যক্তি দেখা এটা স্পষ্ট যে সমাজের দৃষ্টিভঙ্গি কোথায়।                                                                                                        


 






আরও পড়ুন, গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


ভিডিওটি ১৬ এপ্রিল পোস্ট করা হয়েছিল৷ এটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল৷ তবে অনেক পুরুষরা এই স্টাইল স্টেটমেন্টকে সমর্থন করেছিলেন। একজন লিখেছেন, "লুঙ্গি ঠিক আছে কিন্তু স্কার্ট নয়! এটি আরামদায়ক অত্যন্ত। প্রত্যেকের এটি পরা উচিত?"                                                                                                                    


স্টেরিওটাইপ ভাঙার উদ্যোগ নেওয়ার জন্য অনেকে এই জুটিকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেই পুরুষদের স্কার্ট পরার ধারণার বিরোধিতা করেছিল। পোস্টটি যদিও প্রায় ৬৯ হাজার লাইক পেয়েছে।