অসম: জঙ্গলে সাফারি করতে গিয়ে বড় বিপত্তি। বন্য জন্তুর সামনেই যদি গাড়ি থেকে উল্টে মাটিতে পড়ে যান কেউ, তার অবস্থা কল্পনা করতেও গা শিউরে ওঠে। হিংস্র প্রাণীর সামনে পড়লে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরাই দুষ্কর হয়ে ওঠে। এমনই একটি ঘটনা (Viral Video) ঘটেছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। জঙ্গল সাফারি করার সময় হঠাৎ করেই জিপ থেকে উল্টে মাটিতে পড়ে যান মা-মেয়ে এবং সেই সময়েই (Kaziranga National Park) গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এক প্রকাণ্ড গণ্ডার। তাদের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না।
কাজিরাঙা জাতীয় উদ্যানে বিপত্তি
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘটে গিয়েছে এই বিপত্তি। এক হাড়হিম করা ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি ভয়ংকর ঘটনার সম্মুখীন হয়েছেন পর্যটকরা। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করার সময় হঠাৎ করেই সাফারি জিপ থেকে উল্টে মাটিতে পড়ে যান মা আর তাঁর মেয়ে। সোমবারই ঘটেছে এই ঘটনা আর তারপর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ঘুম উড়েছে। তবে বিপদ থেকে প্রাণে বেঁচে গিয়েছেন দুজনেই। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন দুজনেই। তবে দৃশ্যটি দেখে অনেকেই ভীত-সন্ত্রস্ত। ভিডিয়োটি শ্যুট করেছেন অন্য গাড়িতে থাকা পর্যটকেরা। বাগোরি জঙ্গলে মূলত এই ঘটনা ঘটেছে, পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই জঙ্গল।
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মা-মেয়ে
কাজিরাঙা জাতীয় উদ্যানের ডোঙ্গা, রউমারি এবং ভলুকাজান এলাকায় মূলত এই ঘটনা ঘটেছে। এখানেই চলন্ত জিপ থেকে পড়ে যান মেয়ে। আর তাঁকে বাঁচাতেই গাড়ি থেকে লাফ দেন তাঁর মা-ও। আর তাদের দেখে দুটি গণ্ডার প্রবল ক্রোধে তেড়ে যেতে থাকে, ক্যামেরার পিছন থেকে মানুষের ভয়ার্ত কণ্ঠস্বর শোনা যায়। তবে সেই গণ্ডারদের থেকে মেয়েকে বাঁচিয়ে মা-মেয়ে দুজনেই জিপে উঠে পড়েন। সমাজমাধ্যমে মুহূর্তেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
হাত-পা অবশ হয়ে গিয়েছে নেটিজেনদের
সমাজমাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো। আর ভিডিয়ো দেখে ব্যবহারকারীরা নানারকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন এটা সম্পূর্ণ জিপ চালকের ভুলে ঘটেছে। আরেকজন লিখেছেন, 'একদিন ঘুরতে গিয়েই এভাবে বেঘোরে প্রাণ হারাবেন এরা'। আরেকজন সেই মা-মেয়ের বর্তমান অবস্থা জানতে চেয়ে কমেন্ট করেছেন ভিডিয়োতে।
আরও পড়ুন: Weight Loss: ৪ মাসে ওজন ঝরিয়েছেন ২৭ কেজি ! দ্রুত ফ্যাট কমানোর ৩ সিক্রেট বলে দিলেন এই তরুণ