Neighbours Fighting Viral Video: সমাজমাধ্যমে কখন কী ভাইরাল হয়ে যাবে তা কেউ বলতে পারে না। অদ্ভুত অদ্ভুত সব ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। আর এবারে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে হাসিও পাবে আবার একইসঙ্গে ভয়ে (Rooftop Brawl) বুক কেঁপে উঠবে। আপনিও কি আপনার প্রতিবেশিদের নিয়ে বিরক্ত ? এই ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে প্রতিবেশিদের সঙ্গে তুমুল হাতাহাতি চলছে কয়েকজনের, আর তার মধ্যেই বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনা দেখে বুক কাঁপবে, আবার হাসিও চেপে রাখতে পারবেন না।

নিজেদের মধ্যে তুমুল ঝগড়া, হাতাহাতি চলছিল প্রতিবেশিদের। এ যেন সত্যিকারের কোনও ফিল্মের অ্যাকশন দৃশ্য। এক জায়গায় জড়ো হয়েছেন ৮-১০ জন ব্যক্তি। একে অপরকে লাথি-চড়-ঘুষি মেরে চলেছেন। বাড়ির ছাদেই চলছে এই হাতাহাতি। একে অন্যের জামা-কাপড় ধরে টানাটানি চলছে, ঘুষি মারামারি হচ্ছে, যেন গোটা ছাদটাই একটা কুস্তির আখড়া হয়ে উঠেছে। কিন্তু অজান্তেই এক ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। এই বাড়ির ছাদটিও যেন তাদের ঝগড়ায় বিরক্ত। আর শেষে এই ছাদের জন্যই থেমে যায় যুদ্ধ। এই ঝগড়া, হাতাহাতি চলার সময় হঠাৎ করেই সেই বাড়ির ছাদ (Rooftop Brawl) ধসে পড়ে। নিমেষের মধ্যে নিচে পড়ে যান ৮-১০ জন মানুষ।

মেয়েদের সঙ্গে হাতাহাতিতে সামিল পুরুষরাও

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে মহিলারাও পুরুষদের (Viral Video) ঘাড় ধরে বের করে দিতে চাইছেন এবং একইসঙ্গে পুরুষরাও এর জবাবে পালটা হাত চালাচ্ছেন। আর হঠাৎ করেই ছাদ ধসে যাওয়ায় সমস্ত মহিলারা একসঙ্গে নিচে পড়ে যান। এই দৃশ্য দেখার পরে নিজেকে সামলে রাখতে পারবেন না আপনি। হাসিও পাবে আবার ভয়ে বুকও কেঁপে উঠবে খানিক। ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ঘর কা কলেশ নামের একটি এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত যাতে ১ লক্ষ বারেরও বেশি ভিউজ এসেছে। অনেকেই এই ভিডিয়োটিতে লাইক করেছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল এই ভিডিয়ো। সমাজমাধ্যমে এই ভিডিয়ো (Viral Video) ঘিরে নানারকম প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। একজন নেটিজেন লিখেছেন যে, প্রতিদিনের এই ঝগড়া, হাতাহাতিতে এই ছাদও বিরক্ত হয়ে গিয়েছে।' আবার অনেকে বিস্মিত হয়েছেন, 'এমন একটা হাতাহাতির কারণে ছাদ ধসে গেল কীভাবে !'