নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় (Social Media) একাধিক ভিডিও ভাইরাল (Video Viral) হয় যা দেখে কখনও ওঠে হাসির রোল, কখনও ভাঙে হৃদয়। কোনও কোনও ভিডিও দেখে তেমন ভয়ের উদ্রেক হয়। এবারে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যা দেখে প্রাণপাখি খাঁচাছাড়া হওয়ার অবস্থা নেটিজেনদের। 


ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিশালাকার অজগর সাপ সিঁড়ির রেলিং বেয়ে উপরে উঠছে। এই ভিডিওটি সোমবার আইএফএস অফিসার সুশান্ত নন্দা টুইটারে পোস্ট করেছেন। পোস্টটি শেয়ার করার সময় মিঃ নন্দা লিখেছেন, অনেকের ওপরে উঠতে সিঁড়ির প্রয়োজন হয় না। ৩২ সেকেন্ডের ক্লিপটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।                                                                      






এই ভিডিওটি শেয়ার করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে, ভিডিওটিতে ১০ হাজারের বেশি ভিউজ হয়েছে। ৪০০ এর বেশি লাইক পড়েছে।   এক ইউজার লিখেছেন, "তারা এতটাই ভয়ঙ্কর যে কোনও জায়গায় উঠতে পারে। ভয়ে আমার হার্ট ফেল করছে।" 


আরও পড়ুন, 'রোগা হতে জিমে এল সাপ'! ভাইরাল ভিডিও দেখে অবাক সোশাল মিডিয়া


অন্য এক ব্যক্তি বলেন, "যে ব্যক্তি ভিডিওটি শুট করেছিলেন তাঁর সাহস আমি  কল্পনা করতে পারছি না।" ভিডিওটিতে অজগরের আকার সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও টুইটার ব্যবহারকারীরা এটি কতটা বিশাল তা দেখে চমকে গিয়েছিলেন।                                                        


সম্প্রতি, একটি ভাইরাল ভিডিওটি দেখা যায়। ভারতীয় আইপিএস অফিসারের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে জিমে ঢোকার চেষ্টা করছে একটি বিশাল লম্বা সাপ।  একটি সাপের দুটি ছবি দেখানো হয়েছে যেটি তার জিমে ঢুকে পড়ার চেষ্টা করছে। আমন্ত্রিত অতিথির ছবি শেয়ার করার সময় অরুণ বোথরা লিখেছেন, "তাকে জিমে লুকিয়ে পড়ার চেষ্টা করতে দেখা গেছে। যদিও সে ইতিমধ্যেই অনেক স্লিম।"