Viral Video: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার 'মোনালিসা' ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল (Viral Video)। ভাসা ভাসা চোখ, মন ভোলানো হাসি, এক মায়াবী সৌন্দর্য্য এই তরুণীর। তবে এবার 'মোনালিসা'- র পাশাপাশি মহাকুম্ভে (Mahakumbh 2025) নাকি দেখা গিয়েছে 'হ্যারি পটার'- কেও (Harry Potter)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral News) হয়েছে। সেখানে এক বিদেশি যুবকের দর্শন পাওয়া গিয়েছে। একঝলক দেখে তাঁকে অনেকটা হ্যারি পটার মনে হতেই পারে। মুখের আদল, চুলের ছাঁটে বেশ মিল রয়েছে হ্যারি পটারের সঙ্গে। ভাইরাল ভিডিওতে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। যুবকের সারল্য মাখা হাসি। সব মিলিয়ে হলিউড অভিনেতা ড্যানিয়েল র‍্যডক্লিফের হ্যারি পটার লুক ভেবে ভুল করতে পারেন অনেকেই। 

ইনস্টাগ্রামে যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখে নিন একঝলকে 

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ওই সাহেব মন দিয়ে খাবার খাচ্ছেন। শালপাতায় করে খাবার খেতে দেখা গিয়েছে বিদেশি যুবককে। সম্ভবত ভান্ডারার প্রসাদ খাচ্ছিলেন তিনি। একটুও খাবার নষ্ট করেননি। চেটেপুটে সাফ করেছেন সবটাই। খাবার শেষ হওয়ার পর শালপাতার থালা চাটতেও দেখা গিয়েছে বিদেশি যুবককে। খাবারের স্বোবাদ পছন্দ হলে আমরা যেমনটা করি, এই যুবকও সেটাই করেছেন। বোঝাই যাচ্ছে বেশ খিদে পেয়েছিল সাহেবের। আর হয়তো খাবারের স্বাদও পছন্দ হয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিও। মহাকুম্ভের মেলায় এই 'হ্যারি পটার'-কে দেখে নেটিজেনরা কয়েকটা বিষয়ের প্রশংসা করেছেন। এক যুবকের তৃপ্তি করে খাওয়া দেখে ভাল লেগেছে সকলের। তিনি যে একটুও খাবার নষ্ট করেননি, তাতেও খুশি নেটিজেনরা। আর হ্যারি পটারের সঙ্গে চেহারায় যুবকের এমন মিল দেখে বেশ অবাকও হয়েছে নেটপাড়া। তবে একঝলক এই বিদেশি যুবককে দেখে হ্যারি পটার ভেবে ভুল করলেও কিছুক্ষণ ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে ইনি ড্যানিয়েল র‍্যাডক্লিফ নন, বরং অন্য এক বিদেশি যুবক। 

আরও পড়ুন- মহিন্দ্রা থার'- এর ছাদে চড়ে ফেয়ারওয়েল পার্টিতে 'গ্র্যান্ড এন্ট্রি'- র চেষ্টা ! পড়ুয়াদের পরিণতি দেখে আঁতকে উঠবেন