নয়া দিল্লি: সম্প্রতি রেলের চাদর নিয়ে বিরাট তুলকালাম হয়। রেলযাত্রীদের জন্য একটি উদ্বেগজনক তথ্য উঠে আসে, যেখানে ট্রেনের এসি কামরায় সরবরাহকৃত কম্বল মাসে মাত্র একবার ধোয়া হয় বলে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। এছাড়াও ট্রেন বা স্টেশনের পরিষেবা সংক্রান্ত বিষয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেল কর্তৃপক্ষকে। নানা কারণে খবরের শিরোনামে থাকতে হয় তাদের। তবে এর মধ্যেই যাত্রীর কাজে মাথায় হাত পড়েছে রেলের।                    


দূরপাল্লার ট্রেনের কামরায় থাকা বিছানার চাদর এবং তোয়ালে চুরি করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                   


ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের।  মহাকুম্ভ মেলা চলায় রেলকর্মীরা প্রয়াগরাজের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন। সেই সময় তাঁরা এক মহিলার ব্যাগ থেকে সাদা তোয়ালে এবং বিছানার চাদর খুঁজে পান। তারা বুঝতে পেরে যান সেগুলি রেলের কামরা থেকেই চুরি করা হয়েছে।                  


কেউ কেউ বলেছেন, এই কারণেই রেল টিকিটের ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হয়। একজন মজার ছলে লিখেছেন, ওই মহিলা হয়তো ভেবেছিলেন ট্রেনের কামরায় চাদর এবং তোয়ালে দেওয়া হয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।       






আরও পড়ুন, সাদ্দাম হোসেন থেকে একেবারে শিবশঙ্কর! প্রেমের টানেই মুসলিম থেকে হিন্দু হলেন যুবক


'রেডিট'-এ দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সকলেই ওই মহিলা যাত্রীর কর্মকাণ্ডের নিন্দা করেছেন। অনেকেই বলেছেন, জনগণের এই কাজের জন্যই লোকসান হয় রেলের।                                                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে