Viral Video: বন্যপ্রাণীদের উদ্ধারকাজের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) হামেশাই ভাইরাল (Viral Video) হয়। তবে এবার ট্যুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। যদিও প্রবাদ আছে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রেও তাই হয়েছে। সফলভাবেই উদ্ধার করা সম্ভব হয়েছে দু'টি বন্যপ্রাণকে। ট্যুইটারে ভাইরাল হয়েছিল এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে একটি ড্রেনে পড়ে গিয়েছে এক মা হাতি এবং তার এক বছরের শাবক। তাদেরকেই সফলভাবে উদ্ধার করা হয়েছে শেষ পর্যন্ত। 


জানা গিয়েছে, মা হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছিল। আর তার জেরেই অসাবধানে সামনের পা দিয়ে গর্তে পড়ে গিয়েছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। ওই একই গর্তে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটিও। প্রথমে একটি বড় ক্রেন এনে মা হাতিটিকে গর্ত থেকে টেনে তোলা হয়েছিল। কিন্তু ঘুমাপাড়ানি ওষুধের জেরে ক্লান্ত অবসন্ন হাতিটি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন আশপাশের উদ্ধারকারী দলের লোকজন। কার্যত হাতির উপর উঠে সিপিআর দিতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যেই জ্ঞান ফিরে পায় হাতিটি। তারপর উদ্ধার করা হয় বাচ্চা হাতিটিকেও। শেষ পর্যন্ত বাচ্চা হাতিটিকে মা হাতির কাছে পাঠানো হয়েছে।


দেখে নিন সেই উদ্ধারকাজের ভাইরাল ভিডিও


 



 


এর আগে আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল ট্যুইটারে। সেখানে বাচ্চা হাতিকে সাবধানে রাস্তা পার হওয়ার কৌশল শিখিয়েছিল এক মা হাতি। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছিল, মা হাতিটি খুব সন্তর্পণে পাশে নিয়ে রাস্তা পার হতে যাচ্ছে। মা হিসেবে সন্তানের সুরক্ষার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করেছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তাই পার হওয়া শাবককে শেখাচ্ছিল মা হাতিটি। আজকাল হামেশাই শোনা যায়, রাস্তা পার হতে গিয়ে হয়তো কোনও যানবাহনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনা বেশি ঘটে থাকে রেললাইনে। রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর প্রায়শই শোনা যায়। একইভাবে জঙ্গলের মধ্যে রাস্তা পার হওয়ার সময়েও বড় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর খবর শোনা যায়। এই দলে হাতিদের নামও রয়েছে। আর হয়তো সেই জন্যই শাবককে সাবধানে রাস্তা পারাপার করা শেখাচ্ছিল ওই মা হাতিটি। ভাইরাল ভিডিওর শেষে দেখা গিয়েছে সফলভাবে রাস্তা পার হতে পেরেছে মা হাতি এবং তার সন্তান। 


আরও পড়ুন- বিয়ের আগে খোদ কিং খানের থেকে সারপ্রাইজ পেলেন এই কনে! ভাইরাল ভিডিও