Viral Video: একেবারে চমকে দেওয়া ভিডিয়ো ! মানুষের কাজ কি তবে ফুরোল ? নদীর জলে জমে থাকা জঞ্জাল অনায়াসে পরিস্কার করে ফেলছে একটা আস্ত রোবট (River Cleaning Robot) ! এই ভিডিয়োই হঠাৎ করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর তা নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই চমকে গিয়েছেন। চমকে গিয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও। নিজের এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করে নিজের আশ্চর্য হওয়ার অনুভূতির কথা প্রকাশ করেন আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)।


প্রযুক্তির প্রভূত উন্নতির ফলে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুবিধের জন্য রোবটের প্রচলন লক্ষ করা গিয়েছে দেশে-বিদেশে। কিন্তু তা বলে রোবট (River Cleaning Robot) দিয়ে নদীর জলের নোংরা পরিস্কার করা যাবে, একথা ভাবতে পেরেছিল কেউ কখনও ? এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা যেখানে দেখা যায়, একটি স্বয়ংক্রিয় রোবট জলের মধ্যে ভেসে ভেসে নদীর জলের মধ্যে থাকা নোংরা পরিস্কার করছে। ভিডিয়ো দেখে চমকে গিয়েছেন আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra)। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'নদী পরিস্কার করার জন্য স্বয়ংক্রিয় রোবট ! এটা দেখে মনে হচ্ছে চাইনিজ ...আমিও এটা বানাতে চাই। এখানে, এখনই। যদি কোনও স্টার্ট আপ এটা বানাতে শুরু করে আমি বিনিয়োগ করতে রাজি আছি'। বলাই বাহুল্য এই রোবট দেখে নতুন কোনও ব্যবসায়িক চিন্তা এসেছে আনন্দ মহিন্দ্রার (Anand Mahindra) মাথায়। সরাসরি তিনি জানান যে এই ধরনের রোবট বানানো হলে তাতে বিনিয়োগ করতে রাজি আছেন তিনি। এই রোবটের (River Cleaning Robot) গঠনে লক্ষ করা যায় যে দুটো ছোট ব্যারিয়ার এবং একটি কনভেয়ার বেল্টও আছে এতে। শুক্রবার সকালেই এই পোস্ট শেয়ার করা মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। প্রচুর মানুষের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্ট।



কেউ কেউ লিখেছেন, এটা সত্যিই আশ্চর্যের। আর অনেক বেশি কার্যকর। অনেকে আবার এও বলেছেন হায়দ্রাবাদ এবং আরও বেশ কিছু শহরে যেখানে সরোবর ঝিলের পরিমাণ অনেক বেশি সেখানে এই ধরনের রোবটের (River Cleaning Robot) প্রচুর চাহিদা। জনৈক এক্স হ্যান্ডল ব্যবহারকারী লেখেন, আমরা এটা চাই গঙ্গা পরিস্কার করার জন্য। আবার একজন বেশ দৃপ্তস্বরে উল্লেখ করেছেন যে ভারতের এই রোবটটাই দরকার যাতে সমস্ত জলাশয় নিমেষের মধ্যে পরিস্কার করে ফেলা যায়।


আনন্দ মহিন্দ্রার (Anand Mahindra) নানা পোস্ট মাঝে মাঝেই ভাইরাল হয়ে পড়ে। কয়েকদিন আগেই একটি ভিডিয়োতে 'মহিন্দ্রা থার' গাড়ি মাত্র ৭০০ টাকায় কেনার ইচ্ছে জানিয়েছিল এক খুদে আর সেই ভিডিয়ো রিপোস্ট করার সঙ্গে সঙ্গে নানারকম কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। সেই পোস্টও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।   


আরও পড়ুন: Viral News: একটা লেবুর দাম ১.৪৮ লক্ষ ! চোখ কপালে নেটিজেনদের, কী বিশেষত্ব ?