Viral Video: মাঝআকাশে বিমানের মধ্যেই এয়ারলাইন্সের ক্রু মেম্বারের (Crew Member) সঙ্গে বচসা শুরু হয়েছিল এক যাত্রীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা ক্রু মেম্বার যাত্রীর উদ্দেশ্যে বলছেন, 'আমিও একজন কর্মী। আমি আপনার চাকর নই।' শোনা যাচ্ছে, গত ১৬ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, খাবার সংক্রান্ত কোনও বিষয়ে ওই ক্রু মেম্বারের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর। ক্রমশ সপ্তমে চড়ে দু'পক্ষের মেজাজ। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যেতে থাকে। বিমান সংস্থা জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 


দেখে নিন সেই ভাইরাল ভিডিও


 






ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্লেনের মধ্যে নীচেই বসে পড়েছেন ওই মহিলা ক্রু মেম্বার। যাত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের কিছুটা অংশ শোনা গিয়েছে। তবে ওই যাত্রীকে দেখা যায়নি। ক্রু মেম্বারকে যাত্রীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, 'আপনি আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছেন, চেঁচিয়েছেন। আপনার জন্য আমার ক্রু মেম্বার কেঁদেছে। বোঝার চেষ্টা করুন আপনারা যা চান আমরা সেই পরিষেবাই দেওয়ার চেষ্টা করি।' এরপর ওই যাত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আপনি চেঁচাচ্ছেন কেন?' জবাবে ওই মহিলা ক্রু মেম্বার বলেছেন, 'কারণ আপনি আমাদের উপরে চেঁচিয়েছেন'।  


এরপর উঠে দাঁড়িয়ে ওই মহিলা ক্রু মেম্বার আরও বলেছেন যে, ' আপনি আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি শান্ত হয়ে ধৈর্য ধরে আপনাকে সম্মান দিয়ে সব কথা শুনছি। আপনারও উচিত আমাদের সম্মান দেওয়া'। এরপরই ওই যাত্রী মহিলা ক্রু মেম্বারকে 'চাকর' বলে সম্বোধন করেন। আর রাগ চেপে রাখতে পারেননি মহিলা ক্রু মেম্বার। তিনি বলেন, 'আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি একজন কর্মী। আপনার বোর্ডিং পাসে তাই বলা হয়েছে। আমি আপনার চাকর নই।' গোটা ঘটনাই খতিয়ে দেখছেন ইন্ডিগো এয়ারলাইন কর্তৃপক্ষ। তবে এই গোটা ঘটনায় ওই মহিলা ক্রু মেম্বারকেই সমর্থন করেছেন বেশিরভাগ নেটিজেন। অনেকে অবশ্য বলেছেন, যেহেতু তাঁরা গোটা বিষয়টা জানেন না, তাই মন্তব্য করা উচিত হবে না। 


আরও পড়ুন- হাসপাতালে উপচে পড়ছে করোনা-রোগী! চিকিৎসা করতে করতেই অজ্ঞান হয়ে গেলেন ডাক্তার