নয়াদিল্লি: মনুষ্য সমাজের খেউড়ে বার বার উল্লেখ মেলে তাদের। তবে এবার আর রূপক হিসেবে ব্য়বহার নয়, বরং ক্যামেরায় ধরা পড়ব সাপে-নেউলের ঝগড়া। বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে একটি সাপকে ঘিরে ধরল তিনটি নেউল। এর মধ্যে একটি নেউলের সঙ্গে সাপটির চরম কলহ চোখে পড়ল। সাপটি বার বার ছোবল মারতে গেল নেউলটিকে। পাল্টা, লাফিয়ে সাপটিকে কামড়ে দেওয়ার চেষ্টা চালাল নেউলটি। (Viral Video)


সোশ্যাল মিডিয়ায় সাপে-নেউলের ঝগড়ার ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পটনা বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ওই দৃশ্য চোখে পড়ে বলে জানা গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ড দীর্ঘ ভিডিওটিতে দেখা গিয়েছে, ফণা তুলে বার বার নেউলটির দিকে তেড়ে যাচ্ছে সাপটি। ছোবল এড়াতে লাফিয়ে এক মুহূর্তে পিছনে সরে যাচ্ছে একটি নেউল, পর ক্ষণেই আবার সাপটিকে কামড়ে ধরতে লাফ দিচ্ছে। (Snake-Mongoose Rivalry)


একটা সময় পর সাপটি কিছুটা পিছিয়ে যায়। সেই সময় আরও দু'টি নেউল এগিয়ে আসে। কার্যত ঘিরে ধরে সাপটিকে। সাপটি তেড়ে এলেও, জমি ছাড়েনি নেউলগুলি। বরং সাপটিকে কাবু করতে কৌশলে এগিয়ে যায় তারা। ভিডিওটি সামেন আসেতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভিডিওটি রিপোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে।



আরও পড়ুন: RG Kar Doctor Murder Row : রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড় NRS, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?


সাধারণ জীবনে বার বার সাপে-নেউলে ঝগড়ার উল্লেখ মেলে। যুযুধান দুই পক্ষের ঝগড়া-লড়াইয়ের বর্ণনায় এই উপমা ব্যবহার করা হয়। বাস্তবে সাপ এবং নেউলের লড়াই দেখে তাই নানা মন্তব্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ GOAT বলে উল্লেখ করেছে সাপ এবং নেউলের এই লড়াইকে, যার মাধ্যমে Greatest of All Time বোঝানো হয়।


জীবজগতের বাস্তুতন্ত্রে সাপ এবং নেউল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। বেঁচে থাকতে পরস্পরকে আক্রমণ করে তারা। দুই প্রাণীই চরম তৎপর। সাপের বিষ প্রতিরোধ করার ক্ষমতাও রয়েছে নেউলের। গায়ের রোম খাড়া থাকায় নেউলের শরীরে ছোবল বসানো কঠিন হয় সাপের পক্ষে। পাশাপাশি, অতি দ্রুতি নড়াচড়া করার ক্ষমতা রয়েছে নেউলের। ফলে সাপের ছোবল এড়িয়ে যেতে পারে। সাপের বিষ প্রতিরোধের ক্ষমতা থাকলেও, অতি বিষধর সাপের বিষ শরীরে গেলে মৃত্যু হতে পারে নেউলের। কিন্তু কৌশলে সাপের ছোবল এড়িয়ে যায় তারা। শিকার এবং শিকারির মধ্যেকার ভারসাম্য প্রতিফলিত হল সাপ এবং নেউলের মাধ্যমে।