নয়াদিল্লি: একবার ব্যবহার করে ফেলে দেওয়াই দস্তুর। কিন্তু ট্রেনযাত্রায় ঠিক উল্টো ছবি ধরা পড়ল এবার। ডিসপোজেবল ফয়েল ধুয়ে পুনর্ব্যবহারের জন্য় জমা করতে দেখা গেল এক ট্রেনেরই এক কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ট্রেনযাত্রায় পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এতে। যদিও IRCTC-র দাবি, ওই ফয়েল পুনরায় ব্যবহার করা হয়নি। (Indian Railways)

Continues below advertisement

১৬৬০১ ইরোড-জোগবনী অমৃত ভারত এক্সপ্রস থেকে ওই ভিডিও সামনে এসেছে। ভিডিও-য় দেখা গিয়েছে, ট্রেনের বেসিনে ডিসপোজেবল ফয়েল ধুয়ে পরিষ্কার করছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। একটি একটি করে সেগুলিকে জমাও করছেন তিনি। কেন সেগুলি ধুয়ে জমা করা হচ্ছে, প্রশ্ন করেন এক ব্যক্তি। এতে রেলের ক্যান্টিনের ওই কর্মী বলেন, “রিটার্ন করলে অর্ধেক মিলবে।” (IRCTC on Viral Disposable Container Video)

ট্রেনের এক যাত্রীই ভিডিওটি রেকর্ড করেন বলে জানা গিয়েছে। রেলের ক্যান্টিনের কর্মী তাঁকে ভিডিও রেকর্ড করতে নিষেধও করেন। সেটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ ট্রেনের কামরায় খাবার খাওয়ার পর, ফয়েল গুলি ডাস্টবিনে ভরে নিয়ে যাওয়া হয়। তাই প্রশ্ন উঠছে, ডাস্টবিন থেকে সেগুলি বের করে ধুয়ে কি তাহলে পুনরায় ব্যবহার করা হয়? যাত্রীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়ে ছেলেখেলা হচ্ছে বলে অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। কংগ্রেসের তরফেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়।

এমন পরিস্থিতিতে IRCTC-র তরফে বিবৃতি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘সঙ্গে সঙ্গে ভিডিওটি নিয়ে তদন্ত করে দেখা হয়। ক্যাসেরোল একবারই ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় বার খাওয়াদাওয়ায় ব্যবহার করা হয়নি। পরিষ্কার করে ফেলেই দেওয়া হচ্ছে। তদন্তে যে তথ্য মিলেছে, তাতে এমনই জানা গিয়েছে। ক্যাসেরোল দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে বলে বিভ্রান্তিকর খবর ছড়াবেন না’। IRCTC-র তরফে ভেন্ডর এবং কর্মীদের বিবৃতিও তুলে ধরা হয়। 

এর পর PIB Fact Check-র তরফেও তথ্য যাচাই করে সকলকে সতর্ক করা হয়। লেখা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে ১৬৬০১ ট্রেনে যাত্রীদের দেওয়া ক্যাসেরোল কন্টেনার দ্বিতীয়বার ব্যবহার করছেন প্যান্ট্রি কারের কর্মচারী। এই দাবি বিভ্রান্তিমূলক। যাত্রীদের খাবার পরিবেশন করা পাত্র দ্বিতীয় বার ব্যবহার করা হয়নি। ফেলে দেওয়ার আগে সেগুলি পরিষ্কার করা হয়েছিল’।