কানপুর: পার্কিং নিয়ে ঝামেলার জেরে রক্তারক্তি কাণ্ড। একজনের কানই কামড়ে ছিঁড়ে নিলেন অন্য জন। অভিজাত আবাসনে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। গোটা দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। রক্তাক্ত নাক নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ব্যক্তি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। (Kanpur Nose Biting Incident)
উত্তরপ্রদেশের কানপুর থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার অভিজাত Ratan Planet Apartments-এর বাসিন্দাদের মধ্যে এই রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। জানা গিয়েছে, আবাসনের বাসিন্দা রূপেন্দ্র সিংহ যাদব অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। আবাসনের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব সামলান। রবিবার সন্ধেয় আবাসনের বাসিন্দা ক্ষিতিজ মিশ্র তাঁকে ফোন করেন। (Uttar Pradesh News)
ফোনে রূপেন্দ্রকে ক্ষিতিজ জানান, তাঁর জন্য বরাদ্দ পার্কিং স্পটে অন্য কেউ গাড়ি রেখেছেন। রূপেন্দ্র তাঁকে জানান, তিনি নিরাপত্তরক্ষীর সঙ্গে কথা বলছেন, যাঁর গাড়ি, তাঁকে সরাতে বলা হচ্ছে। সেই মতো নিরাপত্তারক্ষীকে নির্দেশও দেন রূপেন্দ্র। কিন্তু ক্ষিতিজ বার বার ফোন করেন তাঁকে। জানান, তাঁকে নীচে এসে পরিস্থিতি দেখতে হবে। শেষ পর্যন্ত নীচে নেমে আসেন রূপেন্দ্র।
স্থানীয়দের অভিযোগ, রূপেন্দ্র নীচে আসতেই প্রথমে সপাটে তাঁর গালে চড় কষিয়ে দেন ক্ষিতিজ। এর পর, হঠাৎই রূপেন্দ্রর নাক কামড়ে ধরেন তিনি। শুধু নাক কামড়েই ধরেননি, দাঁতে চেপে নাকের কিছুটা অংশ ছিঁড়েও নেন। আবাসনের সিসি ক্যামেরাতেও বিষয়টি ধরা পড়েছে। তৃতীয় এক ব্যক্তি তাঁদের বাধা দিতে উদ্যত হন। কিন্তু ক্ষিতিজকে নাক কামড়ে ছিঁড়ে নিতে দেখে তিনিও চমকে যান।
জানা গিয়েছে, নাক চেপে ধরে খানিক ক্ষণ দাঁড়িয়ে থিলেন রূপেন্দ্র। কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় পার্কিংয়েই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। রূপেন্দ্রর ছেলে প্রশান্ত পেশায় বিজ্ঞানী। তিনি এবং বোন প্রিয়ঙ্কা মিলে বাবাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সংবাদমাধ্যমে প্রিয়ঙ্কা জানান, বাবার নাকের কিছুটা মাংস কামড়ে তুলে নিয়েছেন ক্ষিতিজ। পরবর্তী চিকিৎসার জন্য বাবাকে দিল্লি নিয়ে যেতে হবে তাঁদের।
ক্ষিতিজের ব্রুদ্ধে বিঠুর থানা FIR দায়ের হয়েছে। প্রশান্তই এফআইআর দায়ের করেছেন। ইনস্পেক্টর প্রেম নারাণ বিশ্বকর্মা জানিয়েছেন, রূপেন্দ্রের ডাক্তারি পরীক্ষা হয়েছে। তদন্ত শুরু হয়েছে ক্ষিতিজের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে এই মুহূর্তে।