উত্তরপ্রদেশ: সরকারি স্কুলের মধ্যে মেঝেতে শুয়ে রয়েছেন শিক্ষিকা, তাঁকে ঘিরে রয়েছে স্কুলের খুদে পড়ুয়ারা। শুধু তাই নয়, শিক্ষিকাকে হাওয়া করেছে তারা। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সরকারি স্কুলের 'শিক্ষাব্যবস্থা' নিয়েও উঠছে প্রশ্ন।
সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সরকারি স্কুলের ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এমনকী, সরকারি স্কুলে শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই ভাইরাল ভিডিওটি নিয়ে বলা হয়, “শিক্ষকরা নিজেরাই যদি এমন আচরণ করেন, তাহলে মানসম্পন্ন শিক্ষা কীভাবে আশা করা যায়? একজন মহিলা শিক্ষিকা ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন যে তিনি স্কুলে গিয়ে আদতে কী করেন। নিষ্পাপ বাচ্চাদের দিয়ে পাখা দিয়ে হাওয়া করাচ্ছেন। এ কী স্কুল?"
ভাইরাল ভিডিওতে এও দেখা যায়, এক এক জন পালা করে করে ওই শিক্ষিকাকে হাওয়া করে যাচ্ছে। যা দেখে রীতিমতো ক্ষুদ্ধ সকলেই। অনেকেই বলেছেন এই যদি স্কুলের অবস্থা হয় তাহলে কী শিখবে বাচ্চারা! অনেক নেটিজেনদের বক্তব্য, 'সরকার শিক্ষক-শিক্ষিকাদের এত এত টাকা দিচ্ছে। অথচ স্কুলে গিয়ে এসব করছেন'।
এদিকে এই ভাইরাল ভিডিও নিয়ে অসন্তোষ দেখা দিতেই নড়েচড়ে বসেছেন প্রশাসন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাকেশ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে ওই শিক্ষক অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন। সেই সময় খুদে পড়ুয়ারা তাঁকে হাওয়া করতে থাকে কারণ ওই সময় তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।
আরও পড়ুন, চুরি করতে এসে মাথায় হাত! রেগেমেগে গৃহস্থকেই টাকা দিয়ে গেল চোর
তিনি এও বলেন, ভিডিওটিতে যেভাবে দেখা যাচ্ছে এর নেপথ্যের ঘটনাটি আলাদা। সোই শিক্ষিকা আচমকাই চেয়ার থেকে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হওয়ায় শিশুরা তাঁকে হাওয়া করতে থাকে।' ঘটনার পর শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অনেক রিপোর্টে জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে