Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে মুহূর্তের মধ্যে মন ভাল হয়ে যাবে আপনার। তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে খুদে স্কুল পড়ুয়াদের বন্ধুত্বের গল্প। স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হবে। তার জন্য দিতে হবে চাঁদাও। কিন্তু ক্লাসের এক পড়ুয়া, নাম তার প্রিন্স, সেই টাকা দিতে পারেনি। কিন্তু চাঁদা না দিলে তো যাওয়া হবে না ওই পড়ুয়ার। ক্লাসের বাকি সকলে বেড়াতে যাবে আর ওই একজন যাবে না, তাই কখনও হয় নাকি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুদে পড়ুয়ার বাকি খুদে বন্ধুরা। তারাই উদ্যোগ নিয়ে টাকার জোগাড় করেছে, যাতে বন্ধুও তাদের সঙ্গে স্কুল থেকে বেড়াতে যেতে পারে। নেপালের একটি স্কুল সাক্ষী থাকল এমন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তের।
নেপালের স্মাইল হেভেন স্কুল। সেখানকারই শিক্ষিকা মি সাংগে। তিনিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিও। ক্লাসরুমে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের আবেগঘন মুহূর্তের সাক্ষী যাতে সকলে থাকতে পারেন, সেই জন্যই পুরো ঘটনার ভিডিও করে রেখেছেন ওই শিক্ষিকা। সেখানে দেখা গিয়েছে, বন্ধুদের কাজকর্ম দেখে আর চোখের জল আটকে রাখতে পারেনি ছোট্ট প্রিন্স। ভাইরাল ভিডিওতে বাচ্চাদের উদ্দেশে এক শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে, 'তোমরা কেন টাকা দিচ্ছ? প্রিন্সের যাওয়ার টাকা আমি দেব।' নাহ শিক্ষিকার প্রস্তাবে মোটেই রাজি হয়নি পড়ুয়ারা। সকলে একসঙ্গে বলে উঠেছে 'না না ম্যাম আমরাই টাকা দেব।' তারপর একে একে এসে নিজেরা যত টাকা জোগাড় করেছে সেই ভাগ গুঁজে দিয়েছে শিক্ষিকার হাতে। এদিকে পাশে দাঁড়ানো প্রিন্সের চোখ তখন ভরে গিয়েছে জলে। তার এক বন্ধু বলে ওঠে 'ম্যাম দেখুন প্রিন্স কাঁদছে।' ব্যাস হইহই করে সব বাচ্চারা দৌড়ালো প্রিন্সের দিকে। গলা জড়িয়ে সে কী আদর। কেউ আবার চোখ মুছিয়ে বলছে 'এ বাবা তুই কাঁদছিস কেন?' শিক্ষিকা নিজেও বলে উঠেছেন, 'কাঁদছ কেন প্রিন্স? তুমি তো ভাগ্যবান যে এমন বন্ধুদের পেয়েছ।'
সত্যিই প্রিন্স ভাগ্যবান। জীবনে ভাল বন্ধু পাওয়া সত্যিই আশীর্বাদ। প্রিন্স যে তাদের পেয়েছে, একথা বোঝাই যাচ্ছে। আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও আবারও সকলকে শিখিয়ে দিল যে ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় সমস্যার মোকাবিলা করা যায়। বিন্দু বিন্দু থেকেই যে সিন্ধু তৈরি হয়, এই প্রবাদ আক্ষরিক অর্থেই সত্য।
আরও পড়ুন- 'দিনে কতবার, কীভাবে, কখন সঙ্গমে লিপ্ত হন?' মহিলা যাত্রীকে প্রশ্ন ক্যাব চালকের !