Viral Video: বাবা মানেই একজন সুপার হিরো। বাবারা সব পারেন। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সব সমস্যার সমাধান করতে পারেন একজন বাবা। এমন ধারনা যে একেবারেই ভুল নয়, তারই ঝলক পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল হয়েছে ওই ভিডিও (Viral Video)। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে তাঁর সন্তানকে স্কুটারের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটি ঘুমে ঢুলে পড়েছে। কোনও কারণে বেজায় ক্লান্ত সে। আর তাই চোখ খুলে রাখতে পারছে না। কিন্তু ঘুমন্ত অবস্থাতেও দিব্যি নির্ভয়ে স্কুটারের পিছনে বসে রয়েছে বাচ্চাটি। কারণ সে জানে সঙ্গে রয়েছে তার বাবা। ছেলে যাতে কোনওভাবেই একটুও বিপদে না পড়ে তার ব্যবস্থা নিয়েছেন বাবাও। এক হাতে চালাচ্ছেন স্কুটার। অন্য হাত পিছনে ঘুরিয়ে ছেলেকে জাপটে ধরে রেখেছেন নিজের সঙ্গে। বাচ্চা ছেলেটি ঘুমের ঘোরে একপাশে কাত হয়ে গিয়েছে। মাথাটাও সামান্য হেলে গিয়েছে। কিন্তু সে নিশ্চিন্তে নিরাপদে ঘুমোতে পেরেছে কারণ তার সঙ্গে রয়েছে তার বাবা। হয়তো ঘুমের ঘোরে বাচ্চা ছেলেটি টেরও পায়নি ভালভাবে যে তার বাবা ঠিক কীভাবে তাকে আগলে রেখেছে। পরে এই ভাইরাল ভিডিও দেখলে নিশ্চিত সে সবটা বুঝতে পারবে।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
গত ১৪ নভেম্বর ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছিলেন অভিষেক থাপা নামের এক ইউজার। ক্যাপশনে ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, 'এই জন্যই ওনাকে বাবা বলা হয়।' আসলে বিশ্বের প্রায় সব বাবারাই তো এইরকমই হন। সমস্ত ঝড়-ঝাপ্টা থেকে আগলে রাখেন সন্তানকে। জীবনের সমস্ত আনন্দটুকু এনে দিতে চান সন্তানের কাছে। সন্তানের হাসিতেই সমস্ত পরিতৃপ্তি হয় বাবাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে যা বাবাকে দেখা গিয়েছে, তিনিও ঠিকই একইরকম। তাঁর জীবনের গল্পটাও একই রকমের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওতে ১৩ লক্ষের বেশি লাইক পড়েছে। ৩২ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ক্রমশ বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা। নেটিজেনরাও এই ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন। অনেকেই নিজেদের জীবনে বাবাদের নিয়ে বিভিন্ন গল্পও শেয়ার করেছেন কমেন্টে। একবাক্যে সকলেই বলছেন, বাবারা তো এমনই হন, বাবা সঙ্গে আছেন জানলেই সমস্ত স্বস্তি। সবটা সামলে নিতে পারেন ওরা। সত্যিই বাবারা বাস্তবের সুপারম্যান।
আরও পড়ুন- মেজাজই আলাদা! বরের সঙ্গে বাইকে চড়ে বিয়ের আসরে প্রবেশ পোষ্যের, ভাইরাল ভিডিও