Bihar News: দেশে-বিদেশে নানা জায়গায় চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমন কোনও দেশ, রাজ্য বা শহর নেই যে সেখানে চুরি হয় না। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক ভক্ত চোরকে। ঘটনাটা ঘটেছে বিহারের ছাপড়া (Viral Video) জেলায়। ছাপড়া জেলায় এমন একটি বটেশ্বর শিব মন্দির রয়েছে যা খুবই প্রসিদ্ধ। গত ১২ সেপ্টেম্বর অর্থাৎ গতকালই সেই মন্দিরের সিসিটিভি (Bihar News) ক্যামেরায় ধরা পড়ে এই আশ্চর্য চোরের ভিডিয়ো। অন্যান্য চোরের মত শুধু চুপিচুপি ঢুকে চুরি করে পালায়নি এই চোর। বরং শিবলিঙ্গের সামনে হাতজোড় করে প্রণাম করে তারপর তার চারধারে জড়ানো অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে পালিয়েছে সে। আর চুরি (Theft Video) করার আগে এই ভক্তি প্রদর্শনেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। আর এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যমে জানা গিয়েছে নিকটবর্তী ভগবান বাজার থানায় এই চুরির ঘটনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আর এই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই মানুষজন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। অনেকেই এই ব্যক্তিটিকে কঠোর সাজা দেওয়ার নিদান দিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন চুরি করতে সম্ভবত এই ব্যক্তি বাধ্য হয়ে পড়েছিল বলেই এই অনৈতিক কাজ করেছে।
যিনি এই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, তিনি এর ক্যাপশনে লিখেছেন যে বিহারে বাবা ভোলেনাথের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রণাম করার সময়েই মন্দিরের ভিতর থেকে টাকাও চুরি করে নেয় এই চোর। এই ভিডিয়ো দেখে কমেন্টে জনৈক নেটিজেন লিখেছেন যে, 'চুরি করার আগে তাঁকে দেখা যায় শিবলিঙ্গের সামনে প্রণাম করতে, হয়ত সে বলছে যে তাঁকে যেন শিব ক্ষমা করে দেন। হয়ত এই ব্যক্তি বাধ্য হয়েই চুরি করছে।' আবার অনেকে লিখেছেন যে আজকের দিনে মন্দিরও আর সুরক্ষিত নয়। আবার একজন তাঁর প্রতি দয়াপরবশ হয়ে লেখেন যে এই গরীব ব্যক্তির উপর ঈশ্বর যেন সদয় হন এবং তাঁকে জীবনে সঠিক পথ দেখান।
এই ব্যক্তি চুরি করেছে ঠিকই, কিন্তু তাঁর ভক্তিতে একচুলও কমতি নেই, একথা অনেকেই স্বীকার করেছেন নেটিজেনদের মধ্যে। তাঁকে অনেকে আবার 'Religious Thief' বা ভক্ত চোর হিসেবেও সম্বোধন করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Fixed Deposit: এবার ফিক্সড ডিপোজিটের সুবিধে দেবে এয়ারটেল, ৯.১ শতাংশ হারে পাবেন সুদ