Viral News: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন কিছু ভিডিও (Viral Video) মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে চমকে যান নেটিজেনরা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। জনপ্রিয় ট্যুইটার ইউজার Tansu Yegen তাঁর অফিশিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে বিশাল আকার, আয়তনের একটি মথ দেখা গিয়েছে। এক ব্যক্তির হাতের উপর বসে রয়েছে ওই মথ। Tansu Yegen এই ভিডিও শেয়ার করে জানিয়েছেন এটি একটি atlas প্রজাপতি। এই বিশেষ ধরনের প্রজাপতি দেখা যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়। এছাড়াও তিনি জানিয়েছেন যে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাপতি যার ডানা ৩০ সেন্টিমিটার এলাকা জুড়ে প্রসারিত হয়।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
তবে জানা গিয়েছে, এটি আদতে প্রজাপতি নয়। এটি আসলে মথ। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া পতঙ্গটি আসলে একটি Atlas মথ। একে অনেকে Attacus atlas নামেও জানেন। এশিয়ার বিভিন্ন এলাকার বনাঞ্চলে পাওয়া যায় এই বৃহৎ আকারের মথ। Atlas Moths বিশ্বের বৃহৎ মথগুলির মধ্যে একটি প্রজাতি। বর্তমানে চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, ভারত, লাওস, মালয়েশিয়া, নেপাল এবং তাইওয়ানে দেখা যায় বিশেষ প্রজাতির মথ। প্রায় ১২ ইঞ্চি এলাকা পর্যন্ত পাখনা বা ডানা ছড়াতে পারে এই মথ। এর পাশাপাশি ৬২ বর্গ ইঞ্চি এলাকা জুড়ে অবস্থান করে এই মথ। মূলত আকার, আয়তনের জন্য এই মথ এতটা নজরকাড়া পতঙ্গ।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। এই মথের চওড়া ডানাই এর মূল আকর্ষণ। ডানার একদম শেষ অংশ অনেকটা কেউটে সাপের মাথার মতো দেখতে। কোনও ভাবে প্রাণ সংশয় আছে টের পেলে এই মথরা এমনভাবে নিজেদের ডানা ছড়ায় যে দেখে একঝলকে কেউটে সাপ বলে ভুল হতে পারে। অনেক ট্যুইটার ইউজার জানিয়েছেন, এই বিশাল আকার আয়তনের মথ জাপানি ফিকশনাল মনস্টার ক্যারেক্টার কাইজু বা মথরা- কে মনে করাচ্ছে। একাধিক Toho tokusatsu ছবিতে এর দর্শন মিলেছে। পরে Godzilla ছবিতেও একটি চরিত্র দেখা গিয়েছিল।