নয়াদিল্লি: অতিমারির প্রকোপ নিয়ে কেটেছে গত তিন বছর। নতুন বছরেও ফের ভয় ধরাতে শুরু করেছে রোগের বীজ। তার মধ্যে বড়দিন কিছুটা হলেও আশঙ্কা ভুলিয়ে, উৎসবের আমেজ এনেছে মনে। আর যাও বা কিন্তু কিন্তু ভাব ছিল মনে, কয়েক মুহূর্তের জন্য তা ভুলিয়ে দিল একটি ভিডিও, যাতে হরিণের দলকে উড়োজাহাজ টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে (United Arab Emirates)। শুধু রানওয়ে দিয়ে দৌড়ই নয়, আকাশপথে, মেঘের সাম্রাজ্য দিয়ে সান্তাক্লজকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মুহূর্তও মন জিতে নিয়েছে অনেকের (Viral Video)।
আকাশপথে, মেঘের সাম্রাজ্য দিয়ে সান্তাক্লজকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মুহূর্ত
সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় উড়ান সংস্থা এমিরেটস এয়ারলাইনের (Emirates Airline) তরফে প্রকাশিত বড়দিনের ভিডিও-তেই এমন দৃশ্য চোখে পড়েছে। বড়দিন উপলক্ষে ইনস্টাগ্রামে সংস্থার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে লাল টুপি পরে থাকা প্রকাণ্ড এয়ারবাস-এ৩৮০ বিমানকে শিংয়ে বাঁধা দড়িতে টেনে ছুটতে দেখা যায় মৃগের দলকে। রানওয়ে ছাড়ার পরও বাঁধ খুলে যায়নি, বরং নিরাপদেই উড়োজাহাজকে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে তাদের।
আরও পড়ুন: Whatsapp Features: হোয়াটসঅ্যাপ স্টেটাসেও করা যাবে রিপোর্ট! আসছে নতুন ফিচার
বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এমিরেটসের বিমান কতটা নিরাপদ, তাও বোঝানো হয়েছে ওই ভিডিও প্রকাশ করে। ভিডিও প্রকাশ করে এমিরেটসের তরফে লেখা হয়, ‘ক্যাপ্টেন ক্লজ উড়ানের অনুমতি চান। এমিরেটসের তরফে সকলকে বড়দিনের শুভেচ্ছা। #Emirates #FlyBetter’। ডিদিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়েই যদিও ভিডিওটি তৈরি হয়, কিন্তু এতই নিখুঁত কাজ যে, কল্পনা এবং বাস্তবের মধ্যে ফারাক বোঝা যায়নি গোড়াতেই।
উড়োজাহাজ টেনে নিয়ে গেল হরিণের দল!
এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ মানুষ এমিরেটসের ওই ভিডিওটি ‘লাইক’ করেছেন। সেটি ৮০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সাধাণ মানুষ এমিরেটসের এমন অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। এমিরেটসের ওই ভিডিও এখনই বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেড়াতে বেরিয়ে যেতে উদ্বুদ্ধ করছে বলে মন্তব্যও করেন অনেকে। বড়দিনের প্রতীকী হলেও, কেউ কেউ আবার হরিণ দিয়ে বিমান টানানোর তীব্র সমালোচনা করেছেন।