Viral Video: লিফটে (Lift) ওঠা নিয়ে অনেকেরই অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে। কোনওটা মজার। কোনওটা আবার বেশ ভয়ের বা বিড়ম্বনার। তবে যদি এমন একটা লিফট আপনি সামনে পান যে লিফট কখনই থামে না! শুনে ভাবছেন এটা অবিশ্বাস্য। তবে সত্যিই এমন একটি লিফট বাস্তবে রয়েছে। এই লিফট কখনই থামে না। সবসময়েই চলমান, অথচ দিব্য তার মধ্যেই লোকজন উঠছেন। আবার লিফট থেকে লোক নামছেনও। কীভাবে এমনটা সম্ভব হচ্ছে? সেই কৌশল জানার আগে দেখে নিন এই সর্বদা চলমান লিফটের ভাইরাল ভিডিও (Viral Video)। ট্যুইটারে (Twitter) এই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই সদা চলমান লিফট রয়েছে প্রাগে। Prague City Hall- এ এই চলমান লিফট অবস্থিত। 


দেখে নিন সবসময় চলমান আজব লিফটের ভাইরাল ভিডিও


 






ভাইরাল ভিডিওতে যে লিফট দেখা গিয়েছে, তা সবসময়েই চলছে। অন্যান্য লিফটের থেকে এই লিফট বেশ কিছুটা আলাদা। এখানে লিফটের কোনও দরজা নেই। অর্থাৎ দরজা বন্ধ হওয়ার বিষয় নেই। একের পর এক খোলা লিফট হাজির হচ্ছে। আর তার মধ্যেই উঠে পড়ছেন লোকজন। আবার সেই লিফট থেকে নির্দিষ্ট ফ্লোরে নেমেও পড়ছেন অনেকে। এক একটি লিফটে দু'জন উঠতে পারবেন। সেভাবেই ডিজাইন করা হয়েছে এই বিশেষ ধরনের লিফট। অন্য লিফটের তুলনায় এই লিফটের গতিও কিছুটা কম। লোকজন যাতে সাবধানে ওঠানামা করতে পারেন, তাই জন্যই এই ব্যবস্থা। তবে এই লিফটে ওঠা বা নামার সময় সকলকেই খুব সতর্ক থাকতে হবে। সামান্য অসাবধান হলেও চোট পেতে পারেন যে কেউ।


তবে এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেশ সাবলীল ভাবেই ওঠানামা করছেন লোকজন। সকলেই সাবধান হয়ে লিফটে উঠছেন বা নামছেন। একদিক থেকে লিফট উঠছে। অন্যদিক থেকে লিফট নামছে। গতি ধীর হলেও গোটা কাজ সম্পন্ন হচ্ছে বেশ ভালভাবে। এমন সর্বদা চলমান লিফট দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। ট্যুইটারের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই ভিডিও ক্রমশ ছড়িয়ে পড়ছে। বাড়ছে ভিউ এবং লাইক ও কমেন্টের সংখ্যা। এমন আধুনিক প্রযুক্তিতে তৈরি লিফট দেখে কারিগরদের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।


আরও পড়ুন- শার্টের নীচে লেহেঙ্গা, সঙ্গে ওড়না, 'ডোলা রে ডোলা' গানে নিউ ইয়র্কের রাস্তায় নাচ দুই যুবকের