কলকাতা: বিয়ে বলে কথা, শখে লোকে কত কি-ই না করে। বেশ কিছু নানাবিধ মজার, অবাক করা ঘটনা ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। কিন্তু এবারের ঘটনা অবাক করা তো বটেই এর সঙ্গে একাধিক বিতর্কও তৈরি হয়েছে। হঠাৎই দেখা যায় আকাশ থেকে উড়ে আসছে টাকা। এক দু হাজার জানা গিয়েছে ২০ লক্ষ টাকা। 


সম্প্রতি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বরযাত্রীরা একটি জেসিবি চড়ে আসছে। সেই আসার পথেই পুরো রাস্তা জুড়ে নোটবৃষ্টি করে চলেন বরযাত্রীরা। সেই টাকার মধ্যে ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ছিল। এই ভিডিওটিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 


যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওতে দেখা যাচ্ছে, জেসিবি করে আসছেন বরযাত্রীরা। বিপুল পরিমাণ টাকা আকাশে উড়িয়ে দিচ্ছেন বরের আত্মীয়রা। এদিকে, সেই লক্ষ লক্ষ টাকা কুড়োতে গিয়ে হুলস্থুল কাণ্ড হয় বিয়ের আসরে। এমন দৃশ্য দেখে চমকে ওঠেন কনেপক্ষরাও।                    


ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কেউ বাড়ির ছাদে উঠে, কেউ জেসিবির উপরে উঠে টাকা ওড়াচ্ছেন। উপর থেকে একনাগাড়ে গোছা গোছা নোট পড়ছে মাটিতে। বিয়েবাড়িতে তুমুল আনন্দে মেতে উঠে ২০ লক্ষ টাকা কয়েক টাকা ব্যয় করেন বরপক্ষের আত্মীয়রা, এমনটা জানা গিয়েছে। 






আরও পড়ুন, বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়


এদিকে এই ভিডিও ভাইরাল হতে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। টাকা ওড়ানোর বদলে গরিব মানুষের মধ্যে তা ভাগ করে দেওয়ার পক্ষেই সরব হয়েছেন অনেকে। ভাবে আনন্দে মেতে লক্ষ লক্ষ টাকা অপচয় করার কোনও যুক্তি নেই বরং ওই টাকায় বহু মেয়ের বিয়ে দেওয়া যেত বলে মনে করেছেন অনেকে।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে