ভোপাল: শাশুড়ির চুল ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন পুত্রবধূ। মাটিতে ফেলে তাকে বেধড়ক মারের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এই ঘটনা। বৃদ্ধাশ্রমে যেতে না চাওয়ায় শাশুড়িকে এবং নিজের স্বামীকেও (Viral Video) বেধড়ক মারেন এই মহিলা এবং তাঁর পরিবার। খুনের হুমকিও দেন তারা। সম্প্রতি মীরাটের ঘটনাকে মাথায় রেখে স্বামীও নিশ্চুপ, প্রাণ বাঁচানোর দায়ে মায়ের উপর অত্যাচার হতে দেখেও নীরব সন্তান। ভাইরাল হওয়া (Madhya Pradesh News) ভিডিয়োতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা মহিলাকে এক তরুণী চুল ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর মাকে বাঁচাতে এসে সেই তরুণীর স্বামীও রেহাই পাননি এই মার থেকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।
বিশাল বাত্রা এবং তাঁর সত্তর বছর বয়সী মা সরলা বাত্রা থানায় অভিযোগ দায়ের করেছেন যে তাদের শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে, অত্যাচার করেছে। বিশাল বাত্রা নামের এই ব্যক্তি পেশায় একজন গাড়ির স্পেয়ার পার্টসের দোকানি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্ত্রী তাঁকে বারবার জোর দিচ্ছিলেন যাতে তিনি তাঁর বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আর এই প্রস্তাবে কিছুতেই রাজি হননি বিশাল বাত্রা।
সরলা বাত্রা জানিয়েছেন যে তাঁর পুত্রবধূ ১ এপ্রিল তারিখে তাদের বাড়িতে দুপুরবেলায় নিয়ে আসেন তাঁর বাবা সুরেন্দ্র কোহলিকে। তিনি তাঁর ছেলে নানক কোহলি ও আরও কয়েকজনকে সঙ্গে করে আদর্শ কলোনিতে তাদের বাড়িতে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিশাল বাত্রা ঘরের ভিতরে ছিলেন যখন তাঁর শ্বশুরমশাই বাড়িতে ঢোকেন আর সেটা বুঝতে পেরে বাইরে আসতেই তাঁর শ্বশুর তাঁকে চড় কষিয়ে দেন। বিশালও পালটা আঘাত করেন। কিন্তু তখনই অন্য কেউ ঘরে ঢুকে আসে এবং বিশালকে মারতে শুরু করে।
দোতলার ঘর থেকে বিশালের স্ত্রী নীলিকা নেমে এসে তাঁর শাশুড়িকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে বিশালকেও স্ত্রীর হাতে হেনস্থা হতে হয়। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, এই বৃদ্ধা মহিলাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারছেন এই তরুণী নীলিকা। সরলা বাত্রা জানিয়েছেন পুলিশকে যে, এরপরে বিশালকে ধরে ঘরের বাইরে নিয়ে গিয়ে রাস্তা ফেলে মারতে থাকে নীলিকার বাড়ির লোকজন। প্রতিবেশিরা ছুটে আসেন। থানায় তারপরেই অভিযোগ দায়ের হয়।