নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় ভাইরাল হতে অনেকে অনেক কিছু করে থাকে। তা কখনও মজার, কখন চ্যালেঞ্জিং। অনেক সময় ভাইরাল হতে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেকে, এমন খবরও সামনে এসেছে। তবু সোশাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার হাতছানিতে চ্যালেঞ্জ নিয়েই চলেন অনেকে। এই করতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। কিন্তু তাও থামেনি দৌড়।


এবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রেললাইনের উপর দিয়ে SUV গাড়িটি ছুটিয়ে চলেছেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। মদ্যপ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রিল করতে মাহিন্দ্রা গাড়ি নিয়ে একেবারে রেললাইনের উপর উঠে পড়লেন এক ব্যক্তি।                                                                         



এরপরেই ঘটে বিপত্তি। রেলের ট্রাকে আটকে যায় গাড়ির চাকা। উল্টোদিক থেকে আসছিল একটি মালগাড়ি। চালকের নজরে বিষয়টি পড়তেই তিনি গাড়ি থামিয়ে দেন। ফলে বড় দুর্ঘটনা ঘটেনি। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 






আরও পড়ুন, বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়


গাড়িতে ধাক্কা মারার আগেই ট্রেনের চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এদিকে গাড়ির চালক ততক্ষণে গাড়িটিকে কোনওমতে পিছোতে সমর্থ হয়েছেন। ট্রেনলাইনের ওপর দিয়েই বেশ কিছুটা ব্যাক করে গাড়িটি পৌঁছে যায় লাইনের ধারের কাঁচা ঢাল ধরে পিচ ঢালা রাস্তায়। তারপর গাড়ির গতি বাড়িয়ে তা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন। পুলিশ অবশ্য তার পিছু ধাওয়া করে দ্রুতই গাড়িটিকে ধরে ফেলে। পাকড়াও করা হয় গাড়ির চালককে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে