Viral Video: বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাই। প্রথম সারির একাধিক সংস্থা ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি সংস্থাগুলিতে। আচমকাই চাকরি খুইয়েছেন বহু কর্মী। সমস্ত স্তরেই চলছে এই কর্মী ছাঁটাই। যাঁরা চাকরি খুইয়েছেন তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) যে সংস্থায় তাঁরা কর্মরত ছিলেন তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তবে সম্প্রতি এক ব্যক্তি এমন কাণ্ড করেছেন যা দেখে হতবাক নেট দুনিয়া। চাকরি হারানোর রাগে, হতাশায় ওই ব্যক্তি অ্যাসিড দিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছেন। তাও একটা, দুটো নয়। প্রায় ১৫টি গাড়ির মধ্যে অ্যাসিড ঢেলে দিয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনা ঘটেছে নয়ডার সেক্টর ৭৫-এ। একটি আবাসনের পার্কিংয়ে থাকা গাড়ির মধ্যে অ্যাসিড ঢেলেছেন চাকরি হারানো ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। আর তা দেখেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে। কেউই ওই ব্যক্তির এ হেন কীর্তিকলাপকে সমর্থন করেননি।


দেখে নিন সেই ঘটনার ভাইরাল ভিডিও


 






জানা গিয়েছে, নয়ডার ওই আবাসনেই গাড়ি ধোয়ার কাজে নিযুক্ত ছিলেন এই ব্যক্তি। তবে তাঁর কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না মালিকপক্ষ। সেজন্যই তাঁকে বরখাস্ত করা হয়। এই রাগেই মালিকের গাড়ির পাশাপাশি আবাসনের পার্কিংয়ে থাকা প্রায় ১৫টি গাড়ির মধ্যে অ্যাসিড ঢেলে সেগুলোর ক্ষতি করেছেন ওই ব্যক্তি। আবাসনের পার্কিং এলাকায় থাকা সিসিটিভিতে ধরা পড়েছে সমস্ত ঘটনা। সেখানেই দেখা গিয়েছে ওই ব্যক্তি একের পর এক গাড়ির উপর অ্যাসিড ছেটাচ্ছেন। এই গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরেই গাড়ি ধোয়ার কাজে নিযুক্ত থাকা যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন নয়ডার আবাসনের কর্মীরা। তার ভিত্তিতে অভিযান চালিয়ে এই অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ।


তবে এই ঘটনায় উঠে এসেছে একটি প্রশ্ন। খোলা বাজারে কীভাবে অ্যাসিড বিক্রি হচ্ছে, যে কেউ কীভাবে তা কিনতে পারছেন, এই প্রশ্ন তুলে আতঙ্ক প্রকাশ করেছেন নেটিজেনদের প্রায় সকলেই। এর আগে আমাদের দেশে অ্যাসিড নিয়ে নানা দুর্ঘটনা ঘটেছে। তারপরেও খোলা বাজারে কীভাবে অ্যাসিড বিক্রি হচ্ছে, তা নিয়েই উদ্বেগে সাধারণ মানুষ। আর নয়ডার ঘটনা প্রকাশ্যে আসার পর আতঙ্ক আরও বেড়েছে। অনেকেই সংশয় প্রকাশ করে বলেছেন ওই ব্যক্তি গাড়ির মধ্যে অ্যাসিড না ঢেলে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটাতে পারতেন। তবে এ যাত্রায় কোনও অঘটন ঘটেনি। 


আরও পড়ুন- সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা