কলকাতা: অপটিকাল ইলিউশনের (Optical Illusion) ছবি বছরের পর বছর ধরে সকলকেই মন্ত্রমুগ্ধ করে চলেছে। এর মধ্যে একাধিক ছবি দৃষ্টি আকষর্ণও করে। কোনও কোনও ছবি সোশাল মিডিয়া (Social Media) সাড়াও ফেলে দেয়। তেমনই একটি ছবি হল এই ছবিটা। যা দেখে বোঝার উপায় নেই ছবিটি কীসের? কিন্তু এক অমোঘ আকষর্ণও থাকে এটি বোঝার জন্য ঠিক কতগুলি প্রাণী রয়েছে। 


মনস্তাত্ত্বিকরা বলেন, অনেকসময় অপটিকাল ইলিউশনের মাধ্যমে আপনার চরিত্রও না কি বোঝা যায়। সবই অবশ্য নির্ভর করবে ছবি আপনি কোন প্রাণী আগে দেখছেন। আপনার ভিস্যুয়াল ক্ষমতাই বলে দেবে আপনার চরিত্র কেমন? আপনি মানসিকভাবে সক্ষম না কি খুব অল্প আঘাতেই ক্ষতবিক্ষত হন। 


ছবিতে যে ঠিক কতগুলি পশু লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। কিছু পশুকে আলাদা ভাবে বোঝা গেলেও, বাকিরা কিন্তু লুকিয়ে রয়েছে ছবিতেই। অবশ্য এ ধরনের ছবি বেশিক্ষণ দেখলেই দৃষ্টিভ্রম হওয়ার সম্ভাবনা থাকে।    




ক'টি প্রাণী দেখতে পাচ্ছেন ছবিতে? 


আরও পড়ুন, ঘোড়া এবং ঘোড়সওয়ার কি আপনার দিকে আসছে না উল্টো দিকে যাচ্ছে?  


একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছেন ওপরের এই ছবিতে রয়েছে মোট ন'টি প্রাণী। কিন্তু খুঁজে পেতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে? খুব ভাল করে ছবিটি পর্যবেক্ষণ করুন আগে। অবশ্যই মন দিয়ে। দেখার সময় অন্য কিছু ভাবলে বাঁ অতিরিক্ত চিন্তা করলে সঠিক উত্তরের কাছাকাছি নাও পৌঁছতে পারেন। 


উত্তরসূত্র- একটি বিছে, একটি মোরগ, একটি কাঁকড়া, একটি ফড়িং, একটি নেকড়ে, একটি বাজপাখি, একটি কুকুর, একটি প্রজাপতি এবং একটি ঘুঘু রয়েছে এমনই দাবি ও মার্কিন সংবাদমাধ্যমের।  


আপনি যদি মোরগটিকে প্রথমে দেখে থাকেন তবে এর অর্থ আপনি আত্মবিশ্বাসী। আপনি যদি কাঁকড়াটিকে প্রথমে দেখে থাকেন তবে এর অর্থ হল আপনি বাইরে থেকে খুব শক্ত। কিন্তু আসলে সংবেদনশীল। যদি ফড়িং দেখেন তাহলে আপনি অর্থপিপাসু। আপনি যদি প্রথমে বাজপাখি দেখেন তার মানে আপনি একজন নেতা হওয়ার ক্ষমতা রাখেন।