নয়া দিল্লি: এই পৃথিবীতে কত কী-ই না হয় প্রতিদিন, প্রতিনিয়ত। ইন্টারনেটে নানা রকমের স্টোরিও ভাইরাল হয়। যা শুনতে বা দেখতে অবিশ্বাস্য হয়। কিন্তু তা অনেকসময় সত্যিও হয়। তবে এবার টুইটারে এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে যা দেখে হেসে খুন সকলে। জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটে এই ঘটনাটি শেয়ার করেছেন এক ওয়েডিং ফটোগ্রাফার, নাম ল্যান্স রোমিও।
তিনি যে ঘটনার কথা বলেছেন তা সত্যিই অবাক করা! জানা যায়, রোমিওর এক ক্লায়েন্ট তাঁকে ওয়েডিং ফটোগ্রাফির টাকা ফেরত দেওয়ার জন্য বলেছেন। যা শুনে তাঁর তো চক্ষু চড়কগাছ। এমনটাই আবার হয় না কি? এ প্রশ্ন করেছেন তিনি। ওই মহিলা তাঁকে ২০১৯ এ তাঁর বিয়ের ছবি তোলার জন্য বুকিং করেছিলেন। কিন্তু এরপর তাঁর ডিভোর্স হয়ে যায়। বিয়ের ছবি এখন তাঁর আর প্রয়োজন নেই, ফলে টাকা ফেরতের জন্য চিত্রগ্রাহককে অনুরোধ জানিয়েছেন তিনি।
একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ফটোগ্রাফার। তিনি হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছেন না এই ঘটনায়। সেখানে দেখা যায়, ওই পাত্রী প্রথমে লিখেছেন, 'হাই রোমিও আপনি কেমন আছেন? আপনার আমাকে মনে আছে কি না জানি না। আপনি ২০১৯ সালে ডারবানে আমার ওয়েডিং ফটোশ্যুট করেছিলেন। তবে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি এবং আমার প্রাক্তন স্বামী কারওরই ওই ছবির আর কোনও প্রয়োজন নেই। আপনি খুবই ভাল কাজ করেছিলেন। কিন্তু ওই ছবির পরিবর্তে আমার টাকা রিফান্ড করলে ভাল হয়।'
এই লেখা পেয়ে তো থতমত খেয়ে যান ফটোগ্রাফার। তিনি প্রত্যুত্তরে লেখেন, 'ক্ষমা করবেন আমায়। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমার ডিভোর্সের খবর সত্যিই খুব দুঃখের। কিন্তু ফটোগ্রাফি একটি ফেরত অযোগ্য সার্ভিস, ছবিগুলিও। আমি ছবিগুলি নিতে পারব না। তাই টাকা ফেরতও দিতে পারব না।'