নয়া দিল্লি: কেরামতি দেখাতে গিয়ে মানুষ কত কি না করে থাকে। সেই করতে গিয়েই বিপদ বাঁধালেন এক মহিলা। যদিও ঘটনা অনেক দিন আগের। তবে সেই ভিডিওই এখন ফের ভাইরাল হয়েছে। ২০১৭ সালে এই ঘটনাটি ঘটেছিল চিসা মারির (Chisa Mariee) সঙ্গে। একটি পাহাড়ি নদীর ওপরে যোগাসন করতে গিয়ে বড়সড়ো বিপত্তি ঘটিয়েছেন তিনি। 


ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, নদীর ওপরে ব্রিজের ওপর এক মহিলা ব্রিজের মতই যোগাসন পোজে রয়েছেন। সেই করতে গিয়েই আচমকা তার পা পিছলে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নদীর জলে ধরাশায়ী হন তিনি। 






আরও পড়ুন, কুয়াশায় ঢাকা বন, গা ছমছমে রাস্তা, রাজ্যের এই 'ভূতুড়ে' এলাকা থেকে দূরেই থাকে সবাই!


সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মারি ওভাবে নদীতে পড়ে গেলেও তিনি ঠিকই আছেন। এমনকী এই ঘটনাটি নিয়ে ইয়ার্কিও করেছেন তিনি। মারির কথায়, "আমি যদি এমন যোগাসন করতে গিয়ে ওখানে না পড়ে যেতাম তাহলে এখন আমেরিকার সেরা মজাদার ভিডিওটি তৈরি হত না।" সেই ট্যুইটে তিনি বলেছেন যে ওই ব্রিজ থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট নিচে পড়ে গেছিলেন।                      


চিসা মারি এও বলেন, তিনি তারপর গাড়ি উঠে বেদম হেসেছিলেন এই এই ঘটনার কথা ভেবে। তবে প্রাথমিকভাবে ভয় পেয়েছিলেন কারণ নদীটি ছিল অত্যন্ত খরস্রোতা। ফলে পাথরে আঘাত লাগার সম্ভাবনা ছিলই। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি।                                                                


ভিডিওটি ট্যুইটারে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। প্রায় ১০ লক্ষের বেশি ভিউজ  হয়েছে একটি ভিডিও থেকে। এক ইউজার যেমন লিখেছিলেন 'দেখে হাসি পেলেও বিষয়টি আদতেও মজাদার নয়। যার সঙ্গে এমন হচ্ছে তাঁর যে কী হয় বোঝা যায়'।