Viral Video: মহাকুম্ভে যেতেই হবে। করতেই হবে পুণ্যস্নান। আর তাই জন্য ট্রেনের বাথরুমের মধ্যেই সওয়ার হলেন কয়েকজন তরুণী। তাঁদের মধ্যে একজন আবার সফরের ভিডিও করে আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। প্রয়াগরাজের মহাকুম্ভ শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে। আর এবারের কুম্ভ মেলা আরম্ভের পর থেকে তো একের পর এক কারণে রয়েছে সংবাদ শিরোনামে। এর মাঝে দু'বার আগুন লেগেছে মেলা প্রাঙ্গনে। একবার গ্যাস বেলুন ফেটে বিপত্তি হয়েছে। সবচেয়ে ভয়াবহ হল মৌনী অমাবস্যার স্নানের সময় ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের (উত্তরপ্রদেশ সরকারের মতে)। আহত বহু।
এই ডামডোলের পরিস্থিতিতে এবার ভাইরাল হল এক আজব ভিডিও। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে যারপরনাই বিরক্ত নেটিজেনরা। বন্ধুদের সঙ্গে ট্রেনের বাথরুমে বসেই মহাকুম্ভে গিয়েছেন এক তরুণী। আবার ভিডিও শেয়ার করে তার কমেন্টে এও জানিয়েছেন যে তাঁদের কাছে টিকিট নেই। টিকিট চেকারের কাছে যাতে কোনওভাবেই ধরা পড়ে না যান, সেই জন্য বাথরুমের দরজাও খোলেননি ওই তরুণী এবং তাঁর বান্ধবীরা। যে তরুণী ভিডিও করেছেন তাঁর দাবি, বাইরে ট্রেনে খুব ভিড়। সেই ভিড় এড়াতেই নাকি এভাবে ট্রেনের বাথরুমের ভিতর থেকে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তরুণী ছাড়াও তাঁর দুই বান্ধবীকে দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে।
দেখে নিন ট্রেনের বাথরুমে বসে তিন বান্ধবীর মহাকুম্ভে যাওয়ার সেই ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন কেন এভাবে ট্রেনের বাথরুমে চড়ে তাঁরা যাতায়াত করছেন? জবাবে তরুণীর দাবি, তাঁদের কাছে আর কোনও রাস্তা খোলা ছিল না। সেই জন্য এভাবেই মহাকুম্ভের জন্য যাত্রা করতে হয়েছে তাঁদের। এই ভিডিও শেয়ার করার কয়েকদিন পর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের ডুব দেওয়ার ভিডিও- ও শেয়ার করেছিলেন ওই তরুণী। তবে যাই হোক না কেন এভাবে ট্রেনের নাথরুমে বসে মহাকুম্ভে যাওয়ার ঘটনাকে মোটেই ভাল চোখে দেখেননি নেটিজেনরা। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে যাওয়ার অর্থ কী? ট্রেনে ভিড়, বাকি যাত্রীদেরও তো অসুবিধা হবে বাথরুম দীর্ঘক্ষণ বন্ধ থাকলে? এইসব প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।