নয়া দিল্লি: ট্যাটু (Tatto) একটি সুপার-হিট ফ্যাশন স্টেটমেন্ট। এখন সবজায়গাতে এটাই ট্রেন্ড। তবে সারা শরীরে ট্যাটু থাকার জেরে চাকরি পাচ্ছেন না মহিলা। তিনি যেখানেই গেছে সেখানেই তারা প্রত্যাখ্যান করেছে তাঁকে। মহিলার দাবি তাঁর শরীরে প্রায় ৮০০টি ট্যাটু রয়েছে। ফলে কর্মসংস্থান খুঁজে পাওয়া তার পক্ষে কঠিন।                                 


দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিসা স্লোয়ান যিনি ৪৬ বছর বয়সি। যিনি যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা। এর আগে একটি টয়লেট পরিষ্কার করার কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু তার মুখ এবং শরীরকে সাজানোর শিল্পের কারণে এরপর আর কোনও কাজ তিনি খুঁজে পাননি। মেলিসা স্লোয়ান ডেইলি স্টারকে বলেছিলেন, তিনি কোনও চাকরি পাচ্ছেন না।                                                       


এমনকী, তিনি এও বলেন বাথরুম পরিষ্কার করার জন্যও তাঁকে কেউ চাকরিতে নিচ্ছে না। কারণ তাঁর সারা গায়ে ট্যাটু। তিনি বলেন, আমি আমার জীবনে কখনও চাকরি করিনি, কিন্তু একবার কাজ পেলে তা দীর্ঘস্থায়ী হয়নি", এমনটাই বলেছেন দুই সন্তানের মা। "আগামীকাল যদি কেউ আমাকে চাকরির প্রস্তাব দেয়, আমি গিয়ে কাজ করব; আমি সেই অফারটি নেব, এখন আমার এমনই পরিস্থিতি, জানিয়েছেন তিনি।                                                  


 


 



জানা গিয়েছে, ২০ বছর বয়স থেকে ট্যাটু করা শুরু করেছেন তিনি। কাজ খুঁজে পেতে এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, মেলিসা প্রতি সপ্তাহে তিনটি করে ট্যাটু করে চলেছেন তিনি। কাজ না পেলেও অবসাদে ভুগছেন তা তিনি। বরং ৭০ বছরে পৌঁছেও তিনি ট্যাটু করে যাবেন বলে জানিয়েছেন তিনি।                                                                    


আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও