নয়াদিল্লি: ধূ ধূ মরুভূমিতে আটকে পড়েছিলেন দুই তরুণী। হাজার চেষ্টা করেও জনজীবনে ফিরতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাঁদের সহায় হল অ্যাপ ক্যাব সংস্থা Uber. কিন্তু যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। মোবাইলের অ্যাপ খুলে 'রাইড' বুক করেছিলেন ওই দুই তরুণী। কিন্তু মরুভূমিতে তাঁদের উদ্ধার করতে কোনও গাড়ি আসেনি। বরং Uber থেকে পাঠানো হয় মরুভূমির জাহাজ, উটকে। (Viral Video)


সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, দুবাইয়ের মরুভূমিতে আটকে রয়েছেন দুই তরুণী। যে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তাঁরা, সেটি বিকল হয়ে যাওয়ায় ধূ ধূ মরুপ্রান্তরে বিপাকে পড়েন তাঁরা কী করা উচিত ভেবে পাচ্ছিলেন না দু'জনের কেউই। সেই সময় একজন নিজের ফোনের Uber অ্যাপটি খোলার চেষ্টা করেন। (Uber Camel in Dubai)


চেষ্টা-চরিত্র করে মরুভূমির মধ্যে Uber অ্যাপ খুলেও ফেলেন ওই তরুণী। কিন্তু নন-এসি, এসি গাড়ির পরিবর্তে, Uber Camel বেছে নিতে বলা হয়। খানিকটা সন্দেহ নিয়েই Uber Camel-এ ক্লিক করেন ওই তরুণী। কিছু ক্ষণ পর দেখা যায়, সত্যিই সত্যিই উট নিয়ে হাজির এক যুবক। ওই দুই তরুণীর সামনে নিজের পরিচয় দেন Uber Camel Driver হিসেবে।



গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান ওই দুই তরুণী। একজনকে বলতে শোনা যায়, "মরুভূমিতে হারিয়ে গিয়ে উট অর্ডার করলাম আমরা!" যে তরুণী অ্যাপ ব্যবহার করে উট ডেকে আনেন, তিনি ওই যুবকের পরিচয় জানতে চান। জবাবে ওই যুবক বলেন, "আমি Uber-এর হয়ে উট চালাই। মরুভূমিতে যাঁরা হারিয়ে যান, তাঁদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যাই।" মরুভূমিতে পথ হারানো পর্যটকদের সঙ্গে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে বলেও জানান ওই যুবক।


ভিডিওটি দুবাই-হাট্টা রোডের আল বদায়েরে তোলা বলে জানা গিয়েছে। ভিডিওটি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নানারকম প্রতিক্রিয়াও মিলেছে। ওই তরুণী হারিয়ে যাননি মোটেই, লোকজনকে বোকা বানাতে ভিডিও বানিয়েছেন বলে দাবি করেছেন কেউ কেউ। কেউ কেউ আবার দাবি করেছেন, বোঝাই যাচ্ছে শ্যুটিং হয়েছে। তবে অনেকের মতে, দুবাইয়ে সবকিছুই সম্ভব। মরুভূমিতে উট অর্ডার করা তেমন বড় ব্যাপার নয়। উঠ যাও বা পাওয়া গেল, নিরাপত্তার কী ব্যবস্থা, উটের নম্বর প্লেট কোথায়, এই প্রশ্নও তোলেন কেউ কেউ।