কলকাতা: এবার ক্রিকেট (Cricket) বিশ্বকাপের (World Cup) আয়োজক দেশ ভারত (India)। ভারতের একাধিক শহরের স্টেডিয়ামে (Stadium) আয়োজিত হতে চলেছে ম্যাচগুলি। সেই ম্যাচগুলিতে টিকিটের (Match Ticket) দামও উঠেছে বিশাল। বিশ্বকাপের টিকিট কত দামে বিক্রি হচ্ছে জানেন?
ভারতের সব ম্যাচের টিকিটের আকাশ ছোঁয়া দাম উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে। ভারতে বিশ্বকাপ হওয়ার কারণে ভারতীয় ম্যাচের চাহিদা বেশি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ এর টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। এরপরেই চাহিদা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের। অনলাইনে যে সব টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল, সেই টিকিটগুলোই অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিপুল চাহিদার সুবাদে টিকিটের দাম পৌঁছেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কল্পনার বাইরে।
টিকিটের দামের কথা বললে, টিকিট বিক্রি হচ্ছে ৪৯৯ টাকা থেকে ৪০ হাজার টাকায়। অন্যান্য দেশের ম্যাচে সর্বোচ্চ টিকিটের দাম প্রায় ২৯ হাজার টাকা। এই পরিসংখ্যান অফিসিয়াল টিকিট বুকিং প্ল্যাটফর্ম অনুসারে।
অন্যান্য প্ল্যাটফর্মেও টিকিট বিক্রি হচ্ছে। সেখানে অনেক টিকিটের দাম ৫০ লক্ষেরও বেশি। এক জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, আমদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচের বিক্রি হয়ে যাওয়া টিকিট নতুন করে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটের দাম উঠেছে ১৯ লাখ ৫১ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে কিছু টিকিট বিক্রি হচ্ছে ১০ লক্ষ টাকায় এবং কিছু ১৯ লক্ষ টাকায়।
যদিও টিকিটের দাম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই মনে হয়েছে, টিকিটের দাম একটু বেশিই রাখা হয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে ম্যাচগুলি হবে বলে। সেটা নিয়েও প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।।
আরও পড়ুন, সমুদ্র সফরে সিংহ, গুজরাত উপকূলে ঘুরে বেড়াচ্ছেন বনের রাজা
যেমন, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা।বিশ্বকাপে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (নেদারল্যান্ডস) ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ টাকা ও বি, সি, কে ও এল ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ টাকা পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pak vs Eng) ও বাংলাদেশ বনাম পাকিস্তান (Bang vs Pak) ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা।