নয়াদিল্লি: প্রচণ্ড কাজের চাপ? দম ফেলার ফুরসত নেই? বারান্দা বা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখা দূর অস্ত? তা হলে কিন্তু এই দুরন্ত মহাজাগতিক (astronomical) ঘটনা 'মিস' করে যেতে পারেন। দেখার জন্য টেলিস্কোপ (telescope) দরকার নেই। খালিচোখই যথেষ্ট। শুধু সময়টা খেয়াল রাখতে হবে।
কী ঘটছে আকাশে?
১৩-১৪ জুলাই রাত। হিসেব মতো পূর্ণিমা (full moon)। তবে এ বারের পূর্ণিমা কিছুটা আলাদা। কী রকম? বৈজ্ঞানিক পরিভাষায়, সে রাতে যে চাঁদ দেখা যাবে তার নাম'সুপারমুন। (supermoon)' সোজা করে বললে, ওই রাতেই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ। তাই অন্য সময়ের তুলনায় খানিকটা বড় ও বেশি উজ্জ্বল দেখাবে তাকে। এটিই সুপারমুন। লক্ষণীয় বিষয় হল, ২০২২ সালের মতো ওই দিনই সবচেয়ে কাছে আসবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। অর্থাৎ চলতি বছরে ওই একটি রাতেই চাঁদকে সবচেয়ে বড় দেখা যাবে।
নামে আসে যায়...
জুলাই মাসের সুপারমুন নানা নামে পরিচিত। কোথাও তাকে ডাকা হয় 'বাক মুন' নামে। কোথাও আবার এর নাম 'থান্ডার মুন' বা 'স্যামন মুন।' দেশকাল ভেদে তার নাম পাল্টে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নাম নয়। এই জুলাইয়ের সুপারমুন গুরুত্বপূর্ণ তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য।
কী ভাবে দেখা যাবে?
অনলাইনে গোটা বিশ্বই 'জুলাই বাক সুপারমুন' দেখতে পাবে। মহাজাগতিক ওই ঘটনার সম্প্রচার চলবে রোম থেকে। ১৩ জুলাই গভীর রাত (ইংরেজি মতে ১৪ জুলাই, রাত দেড়টা থেকে) ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট এর সম্প্রচার শুরু করবে। ওই প্রজেক্টের ওয়েবসাইটেই দেখা যাবে সবটা। মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২২ সালের তৃতীয় সুপারমুন এটি। তবে এর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞদের হিসেব বলছে, এটিই চলতি বছরের সবথেকে বড় সুপারমুন হবে। সেদিক থেকে চাঁদের দিকে নজর থাকবে অনেক আকাশপ্রেমিরই।
আরও পড়ুন:মৃত বেড়ে ৬৩, উপচে পড়ছে নর্মদা, অম্বিকা, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত