করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর। পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে। সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবেও। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯৭৪৮২১৭২০১। ইমেল আইডি - bsclassroom2020@gmail.com. এবিপি আনন্দে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমে আজকের বিষয় ইরেজি, আগামীকাল জীবনবিজ্ঞান ও জীববিদ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2020 06:48 PM (IST)
হোয়াটসঅ্যাপ নম্বরটি হল - ৯৭৪৮২১৭২০১। ইমেল আইডি - bsclassroom2020@gmail.com.
কলকাতা: শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, এবিপি আনন্দে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমে আজ পড়াশোনা হয় মাধ্যমিক ও দ্বাদশের ইংরেজি নিয়ে। এই পর্ব থেকে মাস্ক পরেই পড়ানো শুরু করলেন শিক্ষক-শিক্ষিকারা। যারা এই অনুষ্ঠানটা দেখছে, তারা নিশ্চই জানো যে এই করোনা সংক্রমণকে আটকাতে মাস্ক পরাটা কতটা জরুরি। আশা করা যায়, তারাও এই কঠিন সময়ে মাস্ক পরার অভ্যেসটা বজায় রাখবে। এবিপি আনন্দে সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমে, আগামীকালের বিষয় - মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও দ্বাদশ শ্রেণির জীববিদ্যা। আগামীকাল জীবনবিজ্ঞানে নবম শ্রেণির -জীবন সংগঠনের স্তর, মানব দেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ, দশম শ্রেণির - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন এবং দ্বাদশ শ্রেণির - জীবের জনন নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা।