কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর।  পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে।


করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।


‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’-এ শুক্রবারের বিষয় ছিল নবম-দশম ও দ্বাদশ শ্রেণির বাংলা। এবিপি আনন্দর মাধ্যমে ক্লাস নিচ্ছেন বিশিষ্ট  শিক্ষকরা। উপস্থিত থাকছেন বোর্ডের আধিকারিকরাও। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন --অভীক মজুমদার, সংহিতা চক্রবর্তী, গৌতম অধিকারী, অভিজিৎ লাহিড়ি, অজিত কুমার দে সরকার ও রুদ্রশেখর সাহা।

১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত, ১ ঘণ্টা লাইভ ক্লাসরুম সম্প্রচারিত হবে এবিপি আনন্দে।  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, অভিনব প্রয়াস।  মমতার অনুপ্রেরণায় বাস্তবায়িত। সবাই কাজ করছি। এবিপি আনন্দ সহযোগী।


এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবেও। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।




হোয়াটসঅ্যাপ নম্বর - ৯৭৪৮২১৭২০১
ইমেল আইডি - bsclassroom2020@gmail.com


এপ্রসঙ্গে, শিক্ষামন্ত্রী বলেন, পড়ুয়ারা এগিয়ে থাকবে। স্কুল খুললে শিক্ষককে দেখাবে। এটা সামগ্রিক প্রচেষ্টা। ঐক্যবদ্ধ অ্যাকটিভিটি।
লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।


শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকালের বিষয় - মাধ্যমিকের ভৌতবিজ্ঞান ও দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা। ভৌতবিজ্ঞানে নবম শ্রেণির - বল ও গতি, দশম শ্রেণির - রাসায়নিক বন্ধন এবং দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যার স্থির তড়িৎ নিয়ে আলোচনা করবেন শিক্ষকরা।


১২ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস। ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি বিষয়ে পড়াবেন শিক্ষকরা।


এর পাশাপাশি, আইসিএসই এবং আইএসসি পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে, সরাসরি ক্লাসরুমের আয়োজন। আগামী শনি ও রবিবার, বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হবে। থাকবেন কাউন্সিল মনোনীত শিক্ষকরা।