ভিডিওতে দেখুন: এবিপি আনন্দে 'সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম'

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 01 Jan 1970 05:30 AM (IST)

গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

NEXT PREV

কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর।  পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে।


করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।

এবিপি আনন্দের তরফে জানানো হচ্ছে, এই ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর আমরা বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’-এ সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’খানা ক্লাস হচ্ছে। এদিন, সকাল ১০টার বিষয় নবমের অঙ্ক ও দ্বাদশের বিজনেস স্টাডিস। দুপুর ৩টেয় বিষয় দশমের ইতিহাস ও দ্বাদশের ফিলোজফি।







সরাসরি ফোন নম্বর - ২৪৬০-৫৫৭২/৭৩


হোয়াটসঅ্যাপ নম্বর - ৯৭৪৮২১৭২০১


ইমেল আইডি - bsclassroom2020@gmail.com


এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।


বাংলার শিক্ষা ক্লাসরুম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,


পড়ুয়ারা এগিয়ে থাকবে। স্কুল খুললে শিক্ষককে দেখাবে। এটা সামগ্রিক প্রচেষ্টা। ঐক্যবদ্ধ অ্যাকটিভিটি। লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।-

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.